স্মৃতিস্তম্ভ ধুয়েমুছে পরিষ্কার করেন বন্ধুরা

‘ভালোর সাথে, আলোর পথে’ স্লোগান নিয়ে গত রোববার পটুয়াখালীতে উদ্‌যাপিত হয়েছে ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী । প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে সকাল ১০টায় পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দিন মিলনায়তনে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পটুয়াখালী বন্ধুসভার আনন্দ আয়োজন
পটুয়াখালী বন্ধুসভার আনন্দ আয়োজন


বন্ধুসভার আয়োজনে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভায় বক্তব্য দেন নাট্যকার নির্মল কুমার দাসগুপ্ত, জেলা শিশু অধিকার রক্ষা কমিটির সভাপতি শ ম দেলোয়ার হোসেন। মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত, মানস কান্তি দত্ত, পটুয়াখালী সচেতন নাগরিক কমিটির সদস্য পীযূষ কান্তি হরি, সাংবাদিক জালাল আহমেদ প্রমুখ। এ ছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক আমিরুল ইসলাম, দৈনিক রূপান্তর–এর সম্পাদক কে এম এনায়েত হোসেন, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন ব্যানার্জি, সহসভাপতি মুফতি সালাউদ্দিন, সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়, সাংবাদিক আবদুস ছালাম আরিফ, জাকির মাহমুদ সেলিম, চিন্ময় কর্মকার, জাকির হোসেন, মজিবর রহমান । অনুষ্ঠানে আবৃত্তি করেন পটুয়াখালী বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী নাজমা বেগম এবং বন্ধুসভার সদস্য মো. নাইম।

পটুয়াখালী বন্ধুসভার বন্ধুরা শাহীদ মিনার পরিস্কার করে
পটুয়াখালী বন্ধুসভার বন্ধুরা শাহীদ মিনার পরিস্কার করে


অনুষ্ঠানে বন্ধুসভার বন্ধুরা দেশাত্মবোধক ও রবীন্দ্রসংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর পটুয়াখালী প্রতিনিধি শংকর দাস এবং শেষে অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন পটুয়াখালী বন্ধুসভার সাধারণ সম্পাদক জাহিদ হাসান রাকিব। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বন্ধুসভার সদস্য রুকসানা আলম মীম ও আবদুল্লাহ আল জাবের হামীম। এ ছাড়া প্রথম আলোর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ভালো কাজের মধ্য দিয়ে পটুয়াখালী বন্ধুসভার সদস্যরা দিবসটির সূচনা করেন। সকাল সাড়ে ৯টায় পটুয়াখালী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ ধুয়েমুছে পরিষ্কার করেন বন্ধুসভার সদস্যরা