ঠাকুরগাঁওয়ে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

নানা কর্মসূচির মধ্য দিয়ে গত সোমবার ঠাকুরগাঁওয়ে প্রথম আলোর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে।
সকাল সাড়ে ৯টার দিকে একটি ভালো কাজের অংশ হিসেবে ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা পরিষ্কারের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে হাসপাতালে চিকিৎসা নেওয়া দুস্থ রোগীদের ফল ও ওষুধ বিতরণ করা হয়।
বেলা সাড়ে ১১টায় শহরের ইকো পাঠশালা ও কলেজ চত্বরে সুধী সম্মিলন ও পাঠক মেলার আয়োজন করা হয়।
জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরুর পর অতিথিদের সঙ্গে নিয়ে বন্ধুসভার সদস্যরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
সে সময় ‘আলো আমার আলো ওগো’ গানের সুরে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের নিয়ে মানুষের মঙ্গল কামনায় প্রদীপ প্রজ্বলন করেন। সমাবেশে বন্ধুসভা ও ইকো পাঠশালার শিল্পীরা গান, কবিতা ও নাচ পরিবেশন করেন।