পিরোজপুরে আনন্দ আয়োজন

গত বুধবার পিরোজপুরে প্রথম আলোর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। পিরোজপুর অফিসার্স ক্লাব মিলনায়তনে বন্ধুসভার আয়োজনে সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর পিরোজপুর প্রতিনিধি এ কে এম ফয়সাল।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে বন্ধুসভার একজন সদস্য
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে বন্ধুসভার একজন সদস্য


সভা সঞ্চালনা করেন বন্ধুসভার সভাপতি কাজী জাহাঙ্গীর আলম ও সহসভাপতি মৌমিতা সরকার। শপথবাক্য পাঠ করান উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি এম এ মান্নান। প্রথম আলোকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ রব্বানী, পিরোজপুর পৌরসভার প্যানেল মেয়র মো. সাদউল্লাহ, অধ্যাপক ঈশ্বর চন্দ্র দাস, সচেতন নাগরিক কমিটির সহসভাপতি শহীদুল্লাহ খান প্রমুখ।

অনুষ্ঠানে আগত অতিথি ও বন্ধুসভার বন্ধুরা
অনুষ্ঠানে আগত অতিথি ও বন্ধুসভার বন্ধুরা


আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কেক কাটা হয়। আনন্দ উৎসবে কবিতা আবৃত্তি করেন বন্ধুসভার শামিমা নাসরিন, সংগীত পরিবেশন করেন শ্রাবণী পাইক ও মো. রাহাত।

অনুষ্ঠানে বন্ধুসভার বন্ধুদের একাংশ
অনুষ্ঠানে বন্ধুসভার বন্ধুদের একাংশ


নৃত্য পরিবেশন করেন মো. রুম্মান, পূজা হালদার, বৈশাখী সিকদার ও অমৃতা সরকার। বন্ধুসভার সদস্যরা গান, নাচ ও কবিতা আবৃত্তি করে সবাইকে মুগ্ধ করেন। বন্ধুসভার ভালো কাজ হিসেবে ২০ জন শিশুকে শিক্ষা উপকরণ দেওয়া হয়।