ইউনিভার্সেল মেডিকেল কলেজ বন্ধুসভার হেলথ ক্যাম্প

‘ক্লিনিকে ডাক্তার দেখাতে গেলে অনেক টাকা খরচ হয়। এখানে এসে ফ্রিতে প্রেসক্রিপশন করাতে পেরে অনেক ভালো লাগছে। যদি এ রকম মেডিকেল ক্যাম্প আরও আয়োজন করা হয়, তাহলে আমাদের মতো অসহায় খেটে খাওয়া মানুষের জন্য ভালো হয়।’ বললেন মেডিকেল ক্যাম্পে আসা রোগী সেলিনা খাতুন।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ বন্ধুসভার হেলথ ক্যাম্প
ইউনিভার্সেল মেডিকেল কলেজ বন্ধুসভার হেলথ ক্যাম্প


গত ৩০ নভেম্বর রাজধানী ঢাকার নাখালপাড়া হোসেন আলী উচ্চবিদ্যালয়ে ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করে ইউনিভার্সেল মেডিকেল কলেজ বন্ধুসভা। সহযোগিতায় ছিল ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। সকাল ৯টায় ক্যাম্প শুরু হয়ে চলে দুপুর ১২টা ৩০ পর্যন্ত। মোট ১০১ জন রোগীর ফ্রি চিকিৎসাসেবা দেওয়া হয়।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ বন্ধুসভার হেলথ ক্যাম্প
ইউনিভার্সেল মেডিকেল কলেজ বন্ধুসভার হেলথ ক্যাম্প


চিকিৎসা পরামর্শ দেন ডা. মো. রবিউল হোসেন, ডা. মো. রেজাউল ইসলাম, ডা. শারমীন সালাম, ডা. ফৌজিয়া সুলতানা, ডা. কাজী মানসুরা জেসমিন।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ বন্ধুসভার সভাপতি ফারজানা হোসেন হ্যানী, ইমরান হাসান, নুসরাত শারমিন আছমা, জান্নাতুল ফেরদৌস রুমন, সৈয়দ আবীর সুলতানা, মুসতাসির মাহমুদ, মো. নূরে আলম, মো. শাহ পরান, জান্নাতুল ফেরদৌস কান্তা, ফারজানা ডলি, জাকিয়া রেজওয়ানা, পৌলমী অদিতি অন্তরা, অনির্বান ঘোষ অনিক, জাহিদুল ইসলাম সজল, শুভংকর সরকার, নুরস সাফা মাহ্দী, নাঈমুল জান্নাত, আশফাক রহমান, আনিসুর রহমান, শারমিন নাহার ইশা, এস আই টিপু, রৃদায়না তাসনূভা, স্টাফ নার্স রতনা খাতুন, সুলতানা ও সহকারী মোহাম্মদ রুবেল।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ বন্ধুসভার হেলথ ক্যাম্প
ইউনিভার্সেল মেডিকেল কলেজ বন্ধুসভার হেলথ ক্যাম্প


এ ছাড়া বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের দন্ত্যস রওশন ও আব্দুল ওহাব উপস্থিত ছিলেন।