মাঝিওয়ালি

ছাদেকা, তুমিই  ভাগ্যবতী,

নদী  তোমাকে বুক পেতে দিয়েছে

প্রতিদিন, তুমি মাঝিওয়ালি

নয় তো প্রেমিকা।

অথচ আমি নদীকাব্যের নন্দিনীর

বুকে মাথা পেতে দিতে পারিনি

কখনো, কাঁকড়া নদী তোমাকে

অনেক দিয়েছে, মাঝিওয়ালি।

নদীকাব্যের নন্দিনী আমাকে

শুধুই প্রান্তর দিল ধু  ধু

বালুকণাময়।

ও মাঝিওয়ালি,

তোমাকে দিয়েছে তার উত্তাল

ঢেউয়ের স্রোত বহমান...

হিমেল বাতাসে মনের আবেশে

মাঝিওয়ালি গেয়ে চলে,

চল রে চল আমার নাও ওই পাড়ে,

মাঝিওয়ালি, তুমিই বড় গুণবতী বালিকা।

–প্রথম আলো দিনাজপুর বন্ধুসভা