তথ্য ও প্রযুক্তিবিষয়ক সেমিনার

৮ ডিসেম্বর ময়মনসিংহ বন্ধুসভার উদ্যোগে এবং আনন্দ মাল্টিমিডিয়ার সহযোগিতায় তথ্য ও প্রযুক্তিতে মুক্ত মতপ্রকাশের স্বাধীনতা, অনলাইন নীতিমালার সঠিক ব্যবহার ও প্রয়োগ, সাইবার ক্রাইম ও সাইবার নিরাপত্তা, সামাজিক গণমাধ্যম ব্যবহারকারীদের দর্শন, মূল্যায়ন, তৃতীয় পক্ষের অ্যাপ ব্যবহারে সতর্কতা, ফেসবুকের মেইল থেকে সতর্কতা, একাধিক অ্যাকাউন্ট ব্যবহার না করা, কোড ভেরিফিকেশন, ইউজার নেম-পাসওর্য়াড ও সেলফোন নম্বর, অ্যান্টিভাইরাস ব্যবহার, বিজ্ঞাপন ব্যবহারে সতর্কতা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।