পৌষের এক কুয়াশা জড়ানো ভোর

কুষ্টিয়া বন্ধুসভার বন্ধুরা
কুষ্টিয়া বন্ধুসভার বন্ধুরা


পৌষের এক কুয়াশা জড়ানো ভোর । ঘড়িতে সময় ৬টা ১৫ মিনিট। বন্ধুসভার প্রায় ডজনখানেক বন্ধু একত্র হন বন্ধুসভা অফিসের সামনে। উদ্দেশ্য খেজুরের রস পান। শহরের পাশে বাইপাস–সংলগ্ন জগতী এলাকায় ছড়িয়ে থাকা খেজুরগাছ থেকে প্রতিদিন টাটকা রস সংগ্রহ করা হয়। সিএনজি আর বাইকে কুয়াশা ভেদ করে অবশেষে উদ্দেশ্যে পৌঁছে যান বন্ধুরা। ইতিমধ্যে সূর্য তার লাল আভা থেকে বের হয়ে আসতে শুরু করে দিয়েছে। মেঠোপথ, দুই পাশের খেজুরগাছগুলো বন্ধুদের পদচারণে আর হইহুল্লোড়ে মুখর হয়ে উঠেছিল। বন্ধুসভার সভাপতি ইফতেখা নাঈম তাঁর দুই হাতে রসভর্তি কলস নিয়ে হাজির হয়ে গেলেন। বড় ভাই আসাদুজ্জামান শিপলু আগে থেকে মুড়ি নিয়ে গিয়েছিলেন। হাঁড়ি থেকে গ্লাসে টাটকা রস ঢালতে শুরু করলেন রজনী চৌধুরী আপু। প্রথমে প্রথম আলোর কুষ্টিয়া প্রতিনিধি তৌহিদী হাসানকে দিয়ে রস খাওয়া শুরু হলো। একে একে বন্ধুদের সবাইকে গ্লাসে করে রস দিচ্ছিলেন রজনী আপু আর শিপলু ভাই। শীতের সকালে প্রাকৃতিক সুধা পান করে সবার মন চনমনিয়ে ওঠে। মুহুর্মুহুর সেলফি আর গ্রুপ ফটো তুলতে সারাক্ষণই ব্যস্ত ছিলেন বন্ধুরা। আড্ডা, মজা আর খেজুরের রসের সঙ্গে পুরো সকালটা বন্ধুদের অসাধারণ কেটেছে।