ভালোবাসি

আমি তোমাকে বৃষ্টির মতো চাই না, যে তুমি ভালোবাসার স্পর্শে খানিকক্ষণ ভিজিয়ে চলে যাবে, 

চাই তোমাকে বাতাসের মতো, যে তুমি সারাটিক্ষণ আমার পাশে থাকবে।

আমি তোমাকে জোছনার মতো চাই না, যে তুমি হঠাৎ করে আসবে আবার হারিয়ে যাবে,
চাই তোমাকে তারার মতো, যে তুমি সারাটি রাত আমার বুকে ভালোবাসার জ্বলন্ত ফুল হয়ে চুপটি করে ঘুমিয়ে থাকবে।

আমি তোমাকে চাঁদের মতো চাই না যে তুমি সব সময় চুপটি করে থাকবে, চাই তোমাকে সূর্যের মতো, যে তুমি প্রভাত হলে মিষ্টি হেসে ভালোবাসার উষ্ণ পরশে আমার ঘুম ভাঙাবে, আবার কখনো দুপুরের রাগি সূর্যের মতো কারণে–অকারণে রাগ করে লাল হয়ে যাবে, আবার কখনো বিকেলের ক্লান্ত সূর্যের মতো আমার ভালোবাসার আকাশকে রাঙিয়ে অস্ত যাবে।

আমি তোমাকে রংধনুর মতো চাই না, যে তুমি কিছুক্ষণ আনন্দ দিয়ে মুছে যাবে। চাই তোমাকে নীল আকাশের মতো, যে তুমি আমার হাসি-কান্নায়, রাগে-অভিমানে, সর্বত্র বিরাজমান থাকবে।

ভৈরব বন্ধুসভা