নীলফামারীতে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে সিটি ব্যাংকের সহযোগিতায় গতকাল রোববার নীলফামারীতে দুস্থ শীতার্তদের মধ্যে এক শ কম্বল ও এক শ মশারি বিতরণ করা হয়েছে। এসব কম্বল ও মশারি জেলা সদরের খোকশাবাড়ি, ইটাখোলা ইউনিয়ন ও নীলফামারী পৌর এলাকার বিভিন্ন পাড়া–মহল্লার দুস্থ শীতার্তদের মধ্যে বিতরণ করা হয়।

নীলফামারীতে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ
নীলফামারীতে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ


সকালে জেলা সদরের খোকশাবাড়ি ইউনিয়নের ভুজারী পাড়া গ্রামে ৮০ জন দুস্থ শীতার্তের মধ্যে ৮০টি কম্বল ও ৫০ জনের মধ্যে ৫০টি মশারি দেওয়া হয়। বিকেলে নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ২০ জন দুস্থ শীতার্তের মধ্যে ২০টি কম্বল ও ৫০ জনের মধ্যে ৫০টি মশারি দেওয়া হয়।

শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করছেন বন্ধুরা
শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করছেন বন্ধুরা


কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে সহযোগিতা করেন খোকশাবাড়ি উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মুক্তিযোদ্ধা নিত্যানন্দ চ্যাটার্জী, নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমান চৌধুরী, কুন্দুপুকুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক বিকাশ চন্দ্র রায়, কালীতলা উচ্চবিদ্যালয়ের শিক্ষক সুধীর রায়, বন্ধুসভার সভাপতি আসাদুজ্জামান সুজন, সাবেক সভাপতি প্রিয়াংকা রয়সহ বন্ধুসভার সদস্যরা।