বইমেলার প্রস্তুতি বৈঠক

চতুর্থবারের মতো প্রথম আলো বন্ধুসভা সিলেটের উদ্যোগে ‘সিলেট বইমেলা’ আয়োজন করা হচ্ছে। আগামী ১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই বইমেলা অনুষ্ঠিত হবে নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। মেলায় দেশের স্বনামধন্য প্রকাশনী প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।

সিলেট বই মেলার লোগো
সিলেট বই মেলার লোগো


এ ছাড়া থাকবে কবি, সাহিত্যিক ও লেখকদের সঙ্গে আড্ডা। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল ও লোকগানের আসর, নতুন বইয়ের মোড়ক উন্মোচনসহ নানান আয়োজন। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত এই মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

পুরোদমে বইমেলার প্রস্তুতি চলছে। মেলা আয়োজনের ব্যাপারে ২৫ জানুয়ারি বিকেলে এক বিশেষ বৈঠক করেছে বন্ধুসভার সদস্যরা। সেখানে বইমেলাসংক্রান্ত দায়িত্ব বণ্টনের পাশাপাশি সিদ্ধান্ত নেওয়া হয়, বইমেলা উপলক্ষে প্রতিবারের মতো এবারও একটি সুদৃশ্য ম্যাগাজিন প্রকাশ করা হবে। এতে বন্ধুসভার সদস্যদের পাশাপাশি দেশের প্রতিষ্ঠিত লেখকদের রচনাও সংকলিত হবে। সব মিলিয়ে এক উৎসবমুখর আয়োজনের জন্য মুখিয়ে আছেন সিলেট বন্ধুসভার সদস্যরা।

সাধারণ সম্পাদক, সিলেট বন্ধুসভা