রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার পিঠা উৎসব

রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উদ্যোগে পিঠা উৎসব উদ্যাপিত হয়েছে। ২৬ জানুয়ারি, শনিবার বিকেল চারটায় মমতাজ উদ্দিন কলা ভবনের সামনে বন্ধুসভা চত্বরে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়।

পিঠা উৎসবে বন্ধুরা
পিঠা উৎসবে বন্ধুরা


উৎসবে পাকোড়া, চন্দ্রিমা পিঠা, তেজপাতা পিঠা, পাটিসাপটা পিঠা, ঝিনুক পিঠা, ঝাল পুলি, ময়ূরপঙ্খি, সুজির বড়াসহ বিভিন্ন ধরনের পিঠার আয়োজন করা হয়।

আয়োজনে উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা ও সমাজকর্ম বিভাগের প্রফেসর ড. ছাদেকুল আরেফিন মাতিন।

এ ছাড়া উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক খালিদ হাসান, অর্থ সম্পাদক জেনুউইন চাকমা, সাহিত্য সম্পাদক আজিম উদ্দীন, দপ্তর সম্পাদক যুবাইর আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফারজানা সুলতানা, যোগাযোগ সম্পাদক তাসনিম হোসেন, ক্রীড়া সম্পাদক আমিন শাহরিয়ার জিন্নাহ, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক তারিফ হাসান মেহেদী, অনুষ্ঠানবিষয়ক সম্পাদক ইফরাদা জান্নাতি, যুগ্ম সাধারণ সম্পাদক রিদম শাহরিয়ারসহ বন্ধুসভার সদস্যরা।

পিঠা উৎসবে বন্ধুরা
পিঠা উৎসবে বন্ধুরা


আয়োজন উপলক্ষে ধন্যবাদ জানিয়ে ড. ছাদেকুল আরেফিন মাতিন বলেন, ‘আজ আমরা বিজাতীয় সংস্কৃতির প্রভাবে দেশীয় সংস্কৃতির কথা ভুলেই গিয়েছি। রাবি বন্ধুসভা সব সময়ই ঐতিহ্য সংরক্ষণে কাজ করে। তারই ধারাবাহিকতায় আজ এই পিঠা উৎসব। পিঠাপুলি হলো বাঙালির অন্যতম একটি উৎসব। আমাদের উচিত দেশীয় ঐহিত্যকে মানুষের সামনে তুলে ধরা।’

পিঠা তৈরির পুরো কাজে সহযোগিতায় ছিলেন বন্ধু ভূমিকা আজাদ।

বন্ধুসভার সভাপতি মাজহারুল ইসলাম বলেন, ‘আমাদের দেশীয় ঐতিহ্য আজ কালের গহ্বরে হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তাই দেশীয় সংস্কৃতি সবার সামনে তুলে ধরতেই আমাদের এই ব্যতিক্রমীধর্মী আয়োজন।’

অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক নাফিস অলি। পুরো আয়োজনের ছবি তুলেছেন আমিনুল ইসলাম আমির।