পৌষ তোদের ডাক দিয়েছে

‘পৌষ তোদের ডাক দিয়েছে’ শিরোনামের আড্ডায় বন্ধুরা
‘পৌষ তোদের ডাক দিয়েছে’ শিরোনামের আড্ডায় বন্ধুরা


খুব ভোরে হাঁক ছেড়ে খেজুরের রসওয়ালার ডাক মনে করিয়ে দেয়, ফেলে আসা শৈশবের গ্রামের স্মৃতির কথা। আর সেই পিঠাপুলির উৎসব। সাঁজের বেলায় খড়কুটো আর লতাপাতায় আগুন দিয়ে গোল হয়ে বসে, গল্প করার মজাটা যেন অন্য কোনো ঋতুতে পাওয়া যায় না। বন্ধুদের আড্ডায় উঠে আসে গ্রামে ফেলে আসা রোমাঞ্চকর এসব স্মৃতি। সবার মনে পড়ে যায়, ফেলে আসা সেসব দিনের কথা। ১১ জানুয়ারি বন্ধুসভা কক্ষে আয়োজিত ‘পৌষ তোদের ডাক দিয়েছে’ শিরোনামের আড্ডার আসরে এসব স্মৃতি রোমন্থন করেন বন্ধুরা।

আড্ডায় বন্ধুরা বলেন, ‘যেখানে গরম মানুষকে বিচ্ছিন্ন করে দেয়, সেখানে শীত মানুষকে যূথবদ্ধতা করে দেয়। কম্বলের নিচে সবাই একত্র হলেই যেন উষ্ণতা বাড়ে। বাড়ে শীতের আমেজ। বন্ধুরা হারিয়ে যায় সেসব দিনগুলোয়। যেখানে তাদের মায়েরা শীতের সকালের প্রথম প্রহরে, পিঠাপুলির উৎসবে মাতিয়ে রাখে এক একটা পরিবারকে। কেউবা হারিয়ে যায় চোর হওয়া গল্পে, যেখানে খেজুরের রস না হলেই যেন গল্প জমে না।’ আড্ডার আসরে বন্ধু ফাহিম উদ্দিন ও বিশ্বজিৎ দের কবিতার পরিবেশনা নতুন মাত্রা যোগ করে। বন্ধু প্রিয়া রহমান ছবিতে ফুটিয়ে তোলেন ‘একটি শীতের সকাল’। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নুরুজ্জামান খান।