তাসনুভার 'ত্রিকালদর্শী বেলপাতা'

তাসনুভার ‘ত্রিকালদর্শী বেলপাতা’
তাসনুভার ‘ত্রিকালদর্শী বেলপাতা’

তাসনুভা অরিন বন্ধুসভার বন্ধু। সম্প্রতি তরুণ কবি হিসেবে খ্যাতি পেয়েছেন। মার্কিন গবেষক, অধ্যাপক ক্লিন্টন বি সিলি ও প্রথমা প্রকাশন প্রবর্তিত ‘জীবনানন্দ দাশ পাণ্ডুলিপি পুরস্কার ২০১৮’ পেয়েছেন তিনি। মূলত ৩০ বছরের কম বয়সী প্রতিভাবান লেখকদের জন্য এই পুরস্কার প্রবর্তন করা হয়েছে। প্রতিবছরের আগস্ট মাসে তরুণ কবিদের থেকে পাণ্ডুলিপি আহ্বান করা হয়। বিচারকমণ্ডলী নির্বাচন করেন সেরা পাণ্ডুলিপি। নির্বাচিত কবিকে দেওয়া হয় ২৫ হাজার টাকার পুরস্কার। এবার তাসনুভার ‘ত্রিকালদর্শী বেলপাতা’ পাণ্ডুলিপিটি নির্বাচিত হয়। তাসনুভার জন্ম রাজশাহীতে। বেড়ে ওঠা ঢাকায়। পড়াশোনা করছেন ইংরেজি সাহিত্যে। পুরস্কারপ্রাপ্তি প্রসঙ্গে তাসনুভা বলেন, ‘মূলত বন্ধুসভার লেখা পাঠের আসর আমাকে কবিতা লেখার প্রতি আগ্রহী করে তোলে। ২০১১ সালে বন্ধুসভার এই আসরের নিয়মিত সদস্য ছিলাম। গুণী লেখকদের সান্নিধ্য তরুণ লেখকদের জন্য গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে পুরস্কার বা স্বীকৃতি লেখকের উৎসাহ বাড়িয়ে দেয়।’