ভৈরব বন্ধুসভার পাঠচক্র

হাজার বছর ধরে বই নিয়ে বলছেন এক বন্ধু
হাজার বছর ধরে বই নিয়ে বলছেন এক বন্ধু

‘রাত বাড়ছে। হাজার বছরের পুরনো সেই রাত।’- ‘হাজার বছর ধরে’ উপন্যাসের সর্বশেষ এই দুটি বাক্য দিয়ে ক্ষণজন্মা কথাসাহিত্যিক জহির রায়হান তাঁর এই রচনাকে অনেকটাই সার্থক করে তুলেছেন।

 প্রতি সপ্তাহে  ভৈরব বন্ধুসভা আয়োজন করে পাঠচক্রের। এরই ধারাবাহিকতায় গত ২৭ এপ্রিল পাঠচক্রের আসর বসে ভৈরব প্রথম আলো কার্যালয়ে। এ পাঠচক্রের নির্ধারিত বই ছিল জহির রায়হানের হাজার বছর ধরে’। 

পাঠচক্রে অংশ নেওয়া বন্ধুরা
পাঠচক্রে অংশ নেওয়া বন্ধুরা

পাঠচক্রে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলার সহকারী কমিশনার (ভূমি) চিত্রা শিকারী।