রাজবাড়ীতে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

৩০ জানুয়ারি, বুধবার রাজবাড়ী বন্ধুসভার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়
৩০ জানুয়ারি, বুধবার রাজবাড়ী বন্ধুসভার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়


রাজবাড়ীতে গত ৩০ জানুয়ারি বুধবার সকাল ১০টায় প্রেসক্লাবের সামনের সড়কে প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ‘নিরাপদ সড়ক আমার অধিকার’ স্লোগান সামনে রেখে প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভা এই কর্মসূচির আয়োজন করে।

৩০ জানুয়ারি, বুধবার রাজবাড়ী বন্ধুসভার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়
৩০ জানুয়ারি, বুধবার রাজবাড়ী বন্ধুসভার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়


কর্মসূচি চলাকালে প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভার সহসভাপতি ও সহকারী শিক্ষক সমীরময় মণ্ডল, সাহিত্যবিষয়ক সম্পাদক আসিফ মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক শুভ চন্দ্র সিংহ, সাংগঠনিক সম্পাদক কার্তিক চন্দ্র দাস, উপসাংগঠনিক সম্পাদক শেখ ফয়সাল, যুগ্ম সাধারণ সম্পাদক পিয়াল মাহমুদ, দপ্তর সম্পাদক ফারজানা তাবাসসুম, প্রথম আলো রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহম্মেদসহ বন্ধুসভার বন্ধুরা অংশগ্রহণ করেন।

এতে রোববার রাতে ট্রাকচাপায় নিহত হৃদয়ের মামা আবুল কালাম আজাদ, ফুফাতো ভাই আল আমিন, উদীচী শিল্পীগোষ্ঠী জেলা কমিটির সহসভাপতি কাজী শামসুল আলম, কবি নেহাল আহমেদ, ছাত্র ইউনিয়নের সভাপতি আবদুল হালিম, সাধারণ সম্পাদক কাউছার আহমেদ, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন সরদার, সাবেক সাধারণ সম্পাদক মো. আবদুল জব্বারসহ নানা শ্রেণি–পেশার মানুষ সংহতি প্রকাশ করে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, রাস্তায় নামলে প্রাণটি হাতের মুঠোয় নিয়ে বের হতে হয়। প্রতিনিয়ত সড়কে দুর্ঘটনা ঘটছে। অনিয়ন্ত্রিত যানবাহনের বেপরোয়া গতির কারণে প্রাণ হারাতে হচ্ছে। অনেকেই পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবন যাপন করতে বাধ্য হচ্ছে। কিন্তু এসব দুর্ঘটনার সঙ্গে জড়িত চালকদের বিরুদ্ধে বেশির ভাগ ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা চোখে পড়ছে না। এতে অনেকেই নিয়মনীতির তোয়াক্কা না করে সড়কে যানবাহন চালাচ্ছেন। অথচ একজন উপার্জনক্ষম মানুষ প্রাণ হারালে বা পঙ্গুত্ববরণ করলে সেই পরিবারের সদস্যদের মানবেতর জীবন যাপন করতে হয়।