সরিষাবাড়ী বন্ধুসভার পাঠচক্র

সরিষাবাড়ী বন্ধুসভার পাঠচক্র ‘বই পড়ার আড্ডা’
সরিষাবাড়ী বন্ধুসভার পাঠচক্র ‘বই পড়ার আড্ডা’


৭ ফেব্রুয়ারি প্রথম আলো সরিষাবাড়ী বন্ধুসভার পাঠচক্র ‘বই পড়ার আড্ডা’ করা হয়েছে। আড্ডায় হুমায়ুন আজাদের ছাপান্ন হাজার বর্গমাইল বই পাঠ ও ভাষা আন্দোলনের ইতিহাস বিষয়ে আলোচনা করা হয়। আড্ডা পরিচালনা করেন সরিষাবাড়ী বন্ধুসভার পাঠচক্রের সম্পাদক মিতু খাতুন।

সরিষাবাড়ী বন্ধুসভার পাঠচক্র ‘বই পড়ার আড্ডা’
সরিষাবাড়ী বন্ধুসভার পাঠচক্র ‘বই পড়ার আড্ডা’


সরিষাবাড়ী মুক্তিযোদ্ধা সংসদ স্মৃতিসৌধে বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বন্ধুদের বই পড়ার আড্ডা চলে। আড্ডা শেষে সরিষাবাড়ী বন্ধুসভার উপদেষ্টা মঞ্জুরুল ইসলাম বন্ধুদের কবিতা পাঠ করে শোনান। বন্ধুসভার সহসভাপতি রুবেল হুসাইন বলেন, ‘আমরা সারা বছর বই পড়ার আড্ডা করব।’ যোগাযোগবিষয়ক সম্পাদক রাশেদ মোশারফ বলেন, ‘নিয়মিত পাঠচক্র করলে আমাদের নিজেদের মধ্যকার জড়তা কেটে যাবে। আমাদের জানার পরিধি সমৃদ্ধ হবে। তাই আমরা বেশি বেশি পাঠচক্র করব।’

সাধারণসম্পাদক, সরিষাবাড়ীবন্ধুসভা