ভৈরব বন্ধুসভার 'The Gift of Magi'


বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ভৈরব বন্ধুসভা বিশেষ পাঠচক্রের আয়োজন করেছে। ইংরেজি সাহিত্যের আলোচিত ভালোবাসার ছোটগল্প ‘The Gift of Magi’ (দ্য গিফট অব ম্যাজাই) ছিল পাঠচক্রের বিষয়। গল্পটির লেখক অহ হ্যানি (O. Henry)।
গত বৃহস্পতিবার বিকেলে স্থানীয় কুটুমবাড়ি পার্টি সেন্টারে পাঠের এই আসর বসে। জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে পাঠচক্রের সূচনা হয়।

কুটুমবাড়ি পার্টি সেন্টারে পাঠচক্র করে ভৈরবসভার বন্ধুরা
কুটুমবাড়ি পার্টি সেন্টারে পাঠচক্র করে ভৈরবসভার বন্ধুরা


প্রথম আলো ভৈরব অফিসের নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা ও ভৈরবসভার সভাপতি আসাদুজ্জামান সোহেল শুরুতে বন্ধুদের ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানান। ফুল দিয়ে স্বাগত জানান সহসভাপতি প্রিয়াংকা, নাহিদ হোসাইন ও সাধারণ সম্পাদক আল আমিন তুষার।

কুটুমবাড়ি পার্টি সেন্টারে পাঠচক্র করে ভৈরবসভার বন্ধুরা
কুটুমবাড়ি পার্টি সেন্টারে পাঠচক্র করে ভৈরবসভার বন্ধুরা


গল্পটির কেন্দ্রীয় চরিত্র জিম ও ডেলা। স্বল্প আয়ের এই দম্পতি ‘ক্রিস্টমাস ডে’র উপহার কিনতে গিয়ে ভালোবাসার এক কঠিন পরীক্ষায় অবতীর্ণ হন। পরে তাঁরা একে অপরের পছন্দের বিষয়কে মর্যাদা দিতে গিয়ে নিজের মূল্যবান বিষয় বিক্রি করে ভালোবাসার পরীক্ষায় বিজয়ী হন। গল্পটির সূত্র ধরে বন্ধুরা বর্তমান সময়ের ভালোবাসার একটি তুলনা টানার চেষ্টা করেন। ফলে ভালোবাসা দিবসে গল্প পাঠের আসর হয়ে ওঠে বেশ উপভোগ্য।

১৪ ফেব্রুয়ারি ছিল প্রথম আলো ভৈরব অফিসের নিজস্ব প্রতিবেদক ও বন্ধুসভার প্রধান উপদেষ্টা সুমন মোল্লার জন্মদিন। জন্মদিন উপলক্ষে পাঠচক্রটি সুমন মোল্লাকে উৎসর্গ করা হয়।

বন্ধুসভার সাবেক সভাপতি আতিক আহমেদ সৌরভ পাঠের আসরকে আরও গতিশীল করতে ভৈরব বন্ধুসভার মোয়াজ্জেম স্মৃতি পাঠাগারে ৩০টি বই দেওয়ার উপহার দেন।

পাঠচক্রবিষয়ক সম্পাদক