সোহেল রানার ৩টি কবিতা

১.
চোখের পাতা বসে যায় চোখে

ঢেউয়ের কান্নায় ঝরে
হৃদয়ের রক্তজল
দুপুর অন্ধকারের ভাঙা সূর্যে
নগ্ন শরীর
আরামদায়ক

চাঁদের পূর্ণ গর্ভবতীতে
জ্বলে উঠে তাজমহল
ঘুমোতে গিয়ে একটা রাত চলে যায়
নীল রঙের নীরবতায়

চোখের পাতা বসে যায় চোখে
চোখ হাঁটে রাতের আলোয়
ঊর্ধ্বমুখী ঝাপসা চোখে
অন্ধকার যৌনাবেদনময়ী
উনিশ তরঙ্গ জীবনে
শিহরণ জাগায়

 
২.
বেনামি স্বপ্ন

চোখের পাতা থেকে তুলে নাও
বেনামি স্বপ্ন
অধিকার দিলাম

ফুটপাতের দুঃখচাঁদও
চলে যাবে আজ

মত্ততার গানে
জেগে উঠুক আবেগশিখা
আলো ফেলুক মনে
মনও পুড়ুক

অশোধিত তৃষ্ণা
যৌবনের বেদনা
ঘুমের স্থির গল্প
চোখের পাতা থেকে তুলে নাও
অধিকার দিলাম

৩.
রাতের জল

সাদা আলো
নীল হয়ে ভেসে
মেঘের অশ্রু ঝরায়

অন্ধকার রাতে
দেহের সঞ্চিত অশ্রু
গরম বাতাসে ঝরে
নগ্ন দেহে

অন্ধকার নিষিদ্ধ রাতেই
লজ্জার ফাঁকে ফাঁকে
নিদ্রালু উল্লাস যেন
মেঘের শীৎকার

আশ্চর্যের দ্বিগুণ উত্তেজনায়
খালি হাতে
রাতের গভীর জলে
স্বপ্ন থেকে মনে
প্রতিবার ফিরতে হয়

প্রভাষক, লাহিড়ী ডিগ্রি কলেজ, ঠাকুরগাঁও