ভৈরবে বন্ধুসভার 'মহুয়া'

বইমেলার মঞ্চে গীতিনাট্য ‘মহুয়া’ মঞ্চায়ন করে ভৈরবসভা
বইমেলার মঞ্চে গীতিনাট্য ‘মহুয়া’ মঞ্চায়ন করে ভৈরবসভা


ভাটি অঞ্চলের লোকজ পালার অমূল্য সংকলনগ্রন্থ মৈমনসিংহ গীতিকার বিয়োগান্ত প্রেমকথন ‘মহুয়া’ নিয়ে গীতিনাট্য মঞ্চস্থ হয়েছে। ভৈরব বন্ধুসভা গত মঙ্গলবার রাতে একুশে বইমেলার মঞ্চে এই গীতিনাট্য মঞ্চায়ন করে।

বইমেলার মঞ্চে গীতিনাট্য ‘মহুয়া’ মঞ্চায়ন করে ভৈরবসভা
বইমেলার মঞ্চে গীতিনাট্য ‘মহুয়া’ মঞ্চায়ন করে ভৈরবসভা


‘জল ভর সুন্দরী কইন্যা, জলে দিছ ঢেউ। হাসিমুখে কও না কথা, সঙ্গে নাই মোর কেউ’—এই রকম অসংখ্য হৃদয় স্পর্শ করা পঙ্‌ক্তিনির্ভর মহুয়া রচিত হয় মধ্যযুগে। দ্বিজ কানাই রচিত গীতিনাট্যটির নির্দেশনা দিয়েছেন ভৈরব বন্ধুসভার পাঠচক্রবিষয়ক সম্পাদক সুমাইয়া হামিদ। নির্দেশনা উপদেশক ছিলেন প্রথম আলো ভৈরব অফিসের নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা। মহুয়ার মঞ্চায়ন দেখতে দর্শকদের ছিল উপচে পড়া ভিড়। কোথাও তিল ধারণের জায়গা ফাঁকা ছিল না।

বইমেলার মঞ্চে গীতিনাট্য ‘মহুয়া’ মঞ্চায়ন করে ভৈরবসভা
বইমেলার মঞ্চে গীতিনাট্য ‘মহুয়া’ মঞ্চায়ন করে ভৈরবসভা


এই গীতিনাট্যের মহুয়া চরিত্রে অভিনয় করে বন্ধুসভার প্রশিক্ষণবিষয়ক সম্পাদক হুমায়রা তাসনিম তানশী এবং নদের চাঁদ ভূমিকায় ছিলেন প্রচার সম্পাদক হাসান মাহমুদ শরীফ। অন্যান্য চরিত্র অভিনয় করেন মাহমুদা তমা, শাহরিয়ার জয়, জান্নাতুল মিশু, সৌরভ, মহিমা মেধা, রাসেল রাজ, সামির, অর্ণব, আফজাল ও শিপা।

বইমেলার মঞ্চে গীতিনাট্য ‘মহুয়া’ মঞ্চায়ন করে ভৈরবসভা
বইমেলার মঞ্চে গীতিনাট্য ‘মহুয়া’ মঞ্চায়ন করে ভৈরবসভা


মহুয়ার মঞ্চায়ন দেখে ভৈরব পৌর মেয়র ফখরুল আলম, উপজেলা নির্বাহী ইসরাত সাদমীন, ভৈরব প্রেসক্লাব সভাপতি জাকির হোসেন, ওস্তাদ ইসরাইল খান সংগীত নিকেতনের সাধারণ সম্পাদক এস এম বাকীবিল্লাহ, ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুখলেছুর রহমান, ভৈরব বইমেলা পরিষদের সভাপতি আতিক আহমেদ ও ভৈরবসভার সভাপতি আসাদুজ্জামান ইতিবাচক মন্তব্য করেন।

সহসভাপতি, ভৈরব বন্ধুসভা