চট্টগ্রাম বন্ধুসভার ব্যতিক্রমী আয়োজন

খুরশীদা বেগম। নগরীর ষোলশহর এলাকার সবজি বিক্রেতা। স্বামী ছেড়ে চলে যাওয়ার পর প্রায় ২০ বছর ধরে এ কাজে যুক্ত আছেন। প্রতিবন্ধী সন্তানের লালন ও নিজের পেট চালাতে বিভিন্ন বাজারে গিয়ে সবজি বিক্রি করেন।

নারী দিবসে চট্টগ্রাম বন্ধুসভার আয়োজন।
নারী দিবসে চট্টগ্রাম বন্ধুসভার আয়োজন।


এ রকমই একেকটি জীবনের কাহিনি রয়েছে জয়নাব বেগম, মমতাজ আক্তার, রহিমা খাতুনের মতো নারীদের। লড়াই করে যাঁদের প্রতিদিন টিকে থাকতে হয়, প্রমাণ করতে করতে যাঁদের সফল হতে হয়, ঘরে-বাইরে ভারসাম্য রক্ষাই তাঁদের প্রতিদিনের সংগ্রাম।

নারী দিবসে চট্টগ্রাম বন্ধুসভার আয়োজন।
নারী দিবসে চট্টগ্রাম বন্ধুসভার আয়োজন।


পু্ঁজিবাদের এই যুগে যেখানে শুধু উঁচু মহলে প্রতিষ্ঠিতদের নারী ক্ষমতার রোল মডেল হিসেবে দেখা হয়, সেখানে খুরশীদা, মমতাজদের স্থান হয় না। ৮ মার্চ শুক্রবার সকালে চট্টগ্রামের বিভিন্ন এলাকা ঘুরে এ ধরনের শ্রমজীবী ২০ নারীকে শুভেচ্ছা জানান চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা। বিশ্ব নারী দিবস উপলক্ষে চট্টগ্রামসভার বন্ধুদের ছিল এই আয়োজন।

নারী দিবসে চট্টগ্রাম বন্ধুসভার আয়োজন।
নারী দিবসে চট্টগ্রাম বন্ধুসভার আয়োজন।


এ সময় বন্ধুরা তৃণমূল পর্যায়ের এসব নারীর হাতে ফুলেল শুভেচ্ছা তুলে দেন এবং মিষ্টিমুখ করান। ২ নম্বর গেট, চকবাজার, নিউমার্কেট এলাকায় ঘুরে এসব নারী দোকানদার, পরিচ্ছন্নতাকর্মী ও শ্রমিকদের নিয়ে সময় কাটান বন্ধুরা। অফুরন্ত জীবনশক্তির এসব নারীর গল্প শুনে অনুপ্রাণিত হয় বন্ধুরাও।

এই আয়োজনে অংশগ্রহণ করেন চট্টগ্রাম বন্ধুসভার বন্ধু পল্লবী খাস্তগীর, রুনা আক্তার, তানজিলা বিনতে শওকত, ইব্রাহীম তানভীর, আকলিমা আক্তার মুক্তা, মাসুদ রানাসহ প্রায় ১৫ বন্ধু।
এ ছাড়া শুক্রবার বিকেলে চট্টগ্রাম শিশু একাডেমী প্রাঙ্গণে বসে চট্টগ্রাম বন্ধুসভার আয়োজনে নারী দিবস ঘিরে বিশেষ আড্ডার আসর। এ সময় নারীর অধিকার রক্ষায় সবাইকে সমানভাবে সচেষ্ট হতে হবে—এই বিষয়ে আলোচনা করা হয়।