বন্ধুসভার আয়োজন 'স্বাধীনতা তুমি'

নেতৃত্ববিষয়ক কর্মশালায় নেতৃত্ব ও নেতার গুণ বিষয়ে কথা বলেন ডা. আহমদে হেলাল
নেতৃত্ববিষয়ক কর্মশালায় নেতৃত্ব ও নেতার গুণ বিষয়ে কথা বলেন ডা. আহমদে হেলাল


মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রথম আলো বন্ধুসভা গতকাল মঙ্গলবার ‘স্বাধীনতা তুমি’ শিরোনামে তিনটি অনুষ্ঠানের আয়োজন করে। রাজধানীর কারওয়ান বাজার সিএ ভবনের পঞ্চম তলায় অনুষ্ঠিত হয় এ আয়োজন।
শুরুতে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের গান করেন বন্ধুসভার ফারহান কবীর সিফাত।

গান করেন বন্ধুসভার ফারহান কবীর সিফাত
গান করেন বন্ধুসভার ফারহান কবীর সিফাত


দুপুর ১২টায় শুরু হয় নেতৃত্ববিষয়ক কর্মশালা। কর্মশালায় নেতৃত্ব ও নেতার গুণ বিষয়ে কথা বলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের উপদেষ্টা ডা. আহমদে হেলাল। তিনি বলেন, নেতার একটি সুনির্দিষ্ট লক্ষ্য থাকে সেটার মাধ্যমে তাঁর অনুসারীদের প্রভাবিত করে। নেতার গুণাবলির কথা তুলে ধরে বলেন, একজন নেতার মধ্যে অবশ্যই সহমর্মিতা, দৃঢ়তা, সততা, পরিচালন ক্ষমতা থাকতে হবে।

উদ্যোক্তা বিষয়ে কর্মশালায় কথা বলছেন উদ্যোক্তা তানিয়া ওয়াহাব
উদ্যোক্তা বিষয়ে কর্মশালায় কথা বলছেন উদ্যোক্তা তানিয়া ওয়াহাব


এরপর বেলা তিনটায় শুরু হয় উদ্যোক্তা বিষয়ে কর্মশালা। কর্মশালায় কথা বলেন উদ্যোক্তা তানিয়া ওয়াহাব। তিনি বলেন, তরুণ বয়স থেকেই উদ্যোক্তা হওয়ার জন্য তৈরি হওয়া প্রয়োজন। তারুণ্যের বিশাল শক্তিকে কাজে লাগাতেই পারলেই একজন সফল উদ্যোক্তা হয়ে উঠতে পারে। যে বিষয়ে উদ্যোক্তা হতে চায়, সে বিষয়ে অবশ্যই জানাশোনা থাকতে হবে।

আর্ট অব লিভিং কর্মশালায় কথা বলছেন এজাজ উর রহমান
আর্ট অব লিভিং কর্মশালায় কথা বলছেন এজাজ উর রহমান


এরপর শুরু হয় আর্ট অব লিভিং কর্মশালা। এতে সামাজিক, পারিবারিক সম্পর্ক বিষয়ে কথা বলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সম্পাদক এজাজ উর রহমান।

বন্ধুসভার আয়োজন ‘স্বাধীনতা তুমি’ অনুষ্ঠানের আয়োজন
বন্ধুসভার আয়োজন ‘স্বাধীনতা তুমি’ অনুষ্ঠানের আয়োজন


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন, নির্বাহী সভাপতি শাকিল মাহবুব, সাধারণ সম্পাদক সৈয়দ রশীদুল হাসান, অনলাইন ও সামাজিক যোগাযোগ সম্পাদক আবদুল ওহাব, বিতর্কবিষয়ক সম্পাদক খায়রুন নাহার (খেয়া), ঢাকা মহানগর বন্ধুসভার শাকিব হাসান প্রমুখ। ঢাকা বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ বন্ধুসভা, শান্ত–মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি বন্ধুসভা, আশা ইউনিভার্সিটি বন্ধুসভা, ঢাকা কলেজের বন্ধুরা এসব আয়োজনে অংশ নেয়।
স্বাধীনতা দিবসের এই আয়োজন শুরু হয়েছে ২৫ মার্চ।