স্বাধীনতা দিবস উদযাপনে বরগুনাসভা

ভয়াল কালরাতে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হয় বরগুনা বন্ধুসভার স্বাধীনতা দিবস উদ্যাপন। ‘স্বাধীনতার শিক্ষা; শিক্ষায় স্বাধীনতা’ শীর্ষক এ আলোচনা সভা বর্ণিল হয়ে ওঠে দেয়ালিকা প্রকাশ এবং আবৃত্তি, বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতায়।

স্বাধীনতা দিবস উদযাপনে বরগুনাসভা
স্বাধীনতা দিবস উদযাপনে বরগুনাসভা


রাজীব বিশ্বাসের সঞ্চালনায় সব বন্ধু শুভেচ্ছা বক্তব্যে তুলে ধরার চেষ্টা করেন ৭১–এর ভয়াল দিনগুলোর স্মৃতি। শান্ত, বিশ্বজিৎ, ইশরাত ও ঋত্ত্বিক স্বাধীনতা অর্জনের দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে অংশগ্রহণকারী সব মুক্তিসেনার ত্যাগ ও মহিমাকে প্রত্যেকের জীবনে পাথেয় করার আহ্বান জানান। স্বাধীনতার শিক্ষা ও শিক্ষায় স্বাধীনতা বিষয়ে আলোকপাত করেন সুশান্ত পোদ্দার।

স্বাধীনতা দিবস উদযাপনে বরগুনাসভা
স্বাধীনতা দিবস উদযাপনে বরগুনাসভা


অন্তরা কৃষ্ণা আবৃত্তি করে শোনান কবি নির্মলেন্দু গুণের ‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতাটি এবং বন্ধু সুশান্ত পোদ্দারের লেখা ‘আমি মুজিব বলছি’ কবিতাটি আবৃত্তি করেন মেহেদী নাঈম। আবৃত্তি শেষ হতেই শুরু হয় স্বাধীনতা দিবসবিষয়ক বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা।

বন্ধুদের তৈরি দেয়ালিকা চেতানার বাতিঘর প্রকাশের মধ্য দিয়ে শেষ হয় স্বাধীনতা দিবসের আয়োজন।