কিছুটা বৈশাখ

আজ যেন মনের হালখাতা,
সজীব মন, যেন
সবুজ গাছের পাতা।
কড়া রোদ, যেন প্রেমিকার রাগ
সাথে শীতল হাওয়া, তার অনুরাগ।
স্বপ্নগুলো হচ্ছে বড়, ঠিক আমের গুটির মতো।
কিছু বাকি কিছু রাখি,
মাতাল আমি যেন বৈশাখের মৌমাছি;
আমি পাঞ্জাবিতে, তোমার পরনে লাল শাড়ি
মাঝে মাঝে মনে হয় সময়কে থামিয়ে রাখি;
যেন এই বৈশাখে সব পেয়ে বসে আছি।
আর,
আর আছ ঠিক যেন বৈশাখের মতো তুমি,
যার জন্য সকাল–বিকেল আমি,
দরদরিয়ে ঘামি।

প্রথম আলো বন্ধুসভা, টাংগাইল