ব্রাহ্মণবাড়িয়াসভার বৈশাখ উদযাপন

ব্রাহ্মণবাড়িয়াসভার বৈশাখ উদযাপন
ব্রাহ্মণবাড়িয়াসভার বৈশাখ উদযাপন


‘এসো হে বৈশাখ’ গানে নৃত্য পরিবেশন করেন বন্ধু নীরব খন্দকার ও সজীব মিয়া। এ গানে বন্ধু তাসদিদ ও আমির হামজার কন্ঠ দিয়ে বৈশাখকে বরণ করেছেন ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার সদস্যরা। পয়লা বৈশাখ উদ্যাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনার আয়োজন করেন ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার বন্ধুরা।

ব্রাহ্মণবাড়িয়াসভার বৈশাখ উদযাপন
ব্রাহ্মণবাড়িয়াসভার বৈশাখ উদযাপন


বেলা সাড়ে তিনটা থেকে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে রং–বেরঙের পোশাকে হাজির হতে শুরু করেন বন্ধুরা। বিকেল চারটার দিকে মঞ্চে বন্ধুদের পরিবেশনায় ‘এসো হে বৈশাখ’ গান ও নৃত্যের মাধ্যমে বৈশাখ উদযাপন শুরু হয়।

ব্রাহ্মণবাড়িয়াসভার বৈশাখ উদযাপন
ব্রাহ্মণবাড়িয়াসভার বৈশাখ উদযাপন


বৈশাখী উৎসব উদযাপনের অনুষ্ঠানে যোগ দেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ সালাউদ্দিন মাধবর, প্রথম আলো বন্ধুসভার সাবেক সভাপতি আবদুর রহিম গোলাপ, সাবেক সহসভাপতি হারুণ অর রশিদ, সাবেক সভাপতি শাহীন মৃধা ও অভিজিৎ রায়। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শাহাদৎ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার সহসভাপতি ইকবাল হোসেন, আকিল মাহমুদ, সাধারণ সম্পাদক মাইনুদ্দীন রুবেল, সাংগঠনিক সম্পাদক সাদ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ বন্ধুসভা কমিটির আহ্বায়ক করবী চৌধুরী ও বন্ধুসভা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ কমিটির আহ্বায়ক সোহান মাহমুদ।

ব্রাহ্মণবাড়িয়াসভার বৈশাখ উদযাপন
ব্রাহ্মণবাড়িয়াসভার বৈশাখ উদযাপন


অনুষ্ঠানে বিভিন্ন আয়োজনের ফাঁকে ফাঁকে চলে অতিথিদের বক্তব্য। অনুষ্ঠানে ছিল অতিথিদের অংশগ্রহণে বাংলা গানের তালে ফ্যাশন শো। ছিল বন্ধুসভার সদস্যদের পৃথক ফ্যাশন শো, গান, নৃত্য, কৌতুক এবং একক ও দলীয় নাটিকা পরিবেশনা।
ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার সভাপতি লিমন ভূঁইয়া ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ কমিটির যুগ্ম আহ্বায়ক নিছা বেগমের উপস্থাপনা উপভোগ করেন বন্ধুসভার সদস্য, আমন্ত্রিত অতিথি ও দর্শকেরা।

ব্রাহ্মণবাড়িয়াসভার বৈশাখ উদযাপন
ব্রাহ্মণবাড়িয়াসভার বৈশাখ উদযাপন


অনুষ্ঠানে ‘আমার যমুনা জল দেখতে কালো’ গানে নৃত্য পরিবেশন করেন বন্ধু সজিব মিয়া; ‘মোরা থাকি পদ্মার পাড়ে’ গানে নৃত্য পরিবেশন করেন বন্ধু চয়নিকা আক্তার, সজিব, নীরব খন্দকার; ‘আমরা নয়া বাইদা’, ‘ফাগুনেরও মোহনায়’ গানে নৃত্য পরিবেশ করেন তন্বী আক্তার এবং ‘বাজেরে বাজে ঢোল’ গানে পৃথক নৃত্য পরিবেশন করেন শামিমা সুলতানা ও ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্রী মুক্তা আক্তার। বন্ধু মোনায়ফা আক্তার ঘটকের চরিত্রে একক অভিনয় করেন।

ব্রাহ্মণবাড়িয়াসভার বৈশাখ উদযাপন
ব্রাহ্মণবাড়িয়াসভার বৈশাখ উদযাপন


কৌতুক পরিবেশন করেন বন্ধু শাহাদাত হোসেন। ইভ টিজিংয়ের ওপর তাহমিনা আক্তারের নেতৃত্বে নাটিকা পরিবেশনায় অংশ নেন বন্ধু জান্নাত আক্তার, তামান্না আক্তার, মো. তুহিন, ইসমাইল মিয়া, মো. পারভেজ, মহিউদ্দিন ও শাহাদাত হোসেন। গান পরিবেশন করেন বন্ধু তাসদিদ, আমির হামজা, নূরে জান্নাত, ইয়ার হোসেন, শামীমা সুলতানা, কামরুন্নেছা আক্তার ও তাহমিনা আক্তার।

ব্রাহ্মণবাড়িয়াসভার বৈশাখ উদযাপন
ব্রাহ্মণবাড়িয়াসভার বৈশাখ উদযাপন


অনুষ্ঠানের শেষের দিকে আমন্ত্রিত অতিথি ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ সালাউদ্দিন মাধবর, প্রথম আলো বন্ধুসভার সাবেক সভাপতি আবদুর রহিম গোলাপ, সাবেক সহসভাপতি হারুণ অর রশিদ, সাবেক সভাপতি শাহীন মৃধা ও শাওন চৌধুরীকে মঞ্চে আহ্বান করা হয়। এ সময় তাঁদের সঙ্গে সঙ্গী হন শারমিন আক্তার, আইভি রহমান, পলি আক্তার, শিরিন আক্তার, তাহমিনা আক্তার ও তামান্না সুলতানা।

ব্রাহ্মণবাড়িয়াসভার বৈশাখ উদযাপন
ব্রাহ্মণবাড়িয়াসভার বৈশাখ উদযাপন


প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শাহাদৎ হোসেনের সঞ্চালনায় একটি মনোজ্ঞ ফ্যাশন শো প্রদর্শন করা হয়। ফ্যাশন শো শেষ হওয়ার পর বন্ধুসভার সদস্যরা আরেকটি পৃথক ফ্যাশন শো প্রদর্শন করেন। অনুষ্ঠানের ছবি তুলেছেন ব্রাহ্মণবাড়িয়াসভার যুগ্মসাধারণ সম্পাদক মীর শোভন।

ব্রাহ্মণবাড়িয়াসভার বৈশাখ উদযাপন
ব্রাহ্মণবাড়িয়াসভার বৈশাখ উদযাপন