লালপুর বন্ধুসভার বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা

লালপুর বন্ধুসভার আয়োজন।
লালপুর বন্ধুসভার আয়োজন।


প্রথম আলো লালপুর বন্ধুসভার আয়োজনে বাৎসরিক বনভোজন, ক্রীড়া প্রতিযোগিতা, গানের আসর ও পুরস্কার বিতরণ করা হয়।
লালপুর শ্রী সুন্দরী পাইলট হাইস্কুল মাঠ চত্বরে ১৭ এপ্রিল বিকেলে ফুটবল, ব্যাডমিন্টন, চেয়ার খেলা, বালিশ খেলা, বাস্কেটে বল নিক্ষেপসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথম আলো লালপুর বন্ধুসভার ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় অমর ফারুক পীযূষ-আনোয়ার হোসেন জুটিকে সাধন কুমার-মেজবাহ জুটি পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। সিনিয়র বনাম জুনিয়রদের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা গোলশূন্য ড্র হয়। বাস্কেটে বল নিক্ষেপ খেলায় প্রথম আনোয়ারুল ইসলাম, দ্বিতীয় স্বপন কুমার, তৃতীয় গোলাম সরোয়ার মিলন। চেয়ার খেলায় প্রথম রাশেদুল ইসলাম, দ্বিতীয় ফয়সাল আহম্মেদ শুভ, তৃতীয় আমিনুল হক টুমি। বালিশ খেলায় প্রথম আছিরুল ইসলাম, দ্বিতীয় মিজানুর রহমান মিজান, তৃতীয় হাসিবুল ইসলাম।

লালপুর বন্ধুসভার আয়োজন।
লালপুর বন্ধুসভার আয়োজন।


প্রথম আলো লালপুর বন্ধুসভার সভাপতি এ কে আজাদ সেন্টুর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আকিয়াব হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বন্ধুসভার হাসিবুল ইসলাম, জালাল উদ্দিন বাবু, আমিনুল হক টমি, আব্দুল ওয়াদুদ, ওয়ালিউর রহমান কিরণ, সাধারণ সম্পাদক আশরাফুল আলম আওয়ালসহ বন্ধুসভার সদস্যরা। এ ছাড়া উপস্থিত ছিলেন রুহুল কুদ্দুস কোহেল, ইলিয়াস হোসেন খাজা, আব্দুল্লাহ আল হাসান তনু প্রমুখ। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শেষে উপস্থিত সবার মধ্যে সান্ত্বনা পুরস্কার বিতরণ করা হয়।

 সভাপতি