সরিষাবাড়ী বন্ধুসভার উদ্যোগ

সরিষাবাড়ী বন্ধুসভার বন্ধুরা স্বেচ্ছাশ্রমে সেতুর প্রবেশমুখে মাটি ভরাট করে দেয়।
সরিষাবাড়ী বন্ধুসভার বন্ধুরা স্বেচ্ছাশ্রমে সেতুর প্রবেশমুখে মাটি ভরাট করে দেয়।


সরিষাবাড়ীতে চর সরিষাবাড়ী গ্রামে যমুনার শাখানদীর ওপর  গ্রামবাসীর উদ্যোগে স্বেচ্ছাশ্রমে কাঠের সেতু নির্মাণকাজ চলছে। ২৬ এপ্রিল শুক্রবার প্রথম আলো সরিষাবাড়ী বন্ধুসভার উদ্যোগে সেতুর প্রবেশমুখে স্বেচ্ছাশ্রমে মাটি ভরাট করে দেওয়া হয়। উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী গ্রামের পূর্ব পাশ দিয়ে যমুনার শাখানদী প্রবাহিত হয়েছে। এ শাখানদী পার হয়ে টাকুরিয়া, মানিকপটল, চর সরিষাবাড়ী, বিন্নাফৈর, কুমড়াবাড়ি, বামুনজানি ও ছালাল গ্রামের ৮০ হাজার মানুষ ভোগান্তিতে উপজেলা সদরে যাতায়াত করে থাকে। শাখানদী পার হয়ে স্কুল-কলেজের ছেলেমেয়েরা উপজেলা সদরে পড়তে যায়। দীর্ঘদিন সাতটি গ্রামের মানুষদের যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে।

সরিষাবাড়ী বন্ধুসভার বন্ধুরা ।
সরিষাবাড়ী বন্ধুসভার বন্ধুরা ।


৪ এপ্রিল চর সরিষাবাড়ী গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে নিজেদের অর্থায়নে শাখানদীর ওপর কাঠের সেতু নির্মাণের কাজ শুরু করেন। প্রতিদিন গ্রামের নারী-পুরুষ পালাক্রমে স্বেচ্ছাশ্রমে কাঠের সেতুতে কাজ করছেন। সেতুর দুই পাশের প্রবেশমুখে অনেকখানি ফাঁকা থাকায় প্রথম আলো সরিষাবাড়ী বন্ধুসভার বন্ধুরা স্বেচ্ছাশ্রমে প্রবেশমুখে মাটি ভরাট করে দেওয়ার উদ্যোগ নেন। ২৬ এপ্রিল শুক্রবার সরিষাবাড়ী বন্ধুসভার সভাপতি আলাদিন আল আসাদ, সহসভাপতি রুবেল হোসাইন, দপ্তর সম্পাদক রাহাত মোহাম্মদ, ক্রীড়া সম্পাদক শিপন মিয়া, পাঠাগার সম্পাদক আতিফ আসাদ, বিজ্ঞানবিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, সদস্য পারভেজ ইসলাম, জাহিদ হোসাইন, আতিকুল ইসলাম সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মাটি ভরাটের কাজে অংশ নেন।

প্রথম আলো সরিষাবাড়ী বন্ধুসভার বিজ্ঞানবিষয়ক সম্পাদক কামরুল ইসলাম বলেন, ‘গ্রামবাসী ভালো উদ্যোগ নিয়েছেন। সেতুর প্রবেশমুখে মাটি না থাকায় আমরা স্বেচ্ছাশ্রমে মাটি ভরাট করে দিচ্ছি।’ ক্রীড়া সম্পাদক শিপন মিয়া বলেন, ‘গ্রামের এক বোনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। বিষয়কটি আমাকে ভীষণ কষ্ট দিয়েছে। তাই এলাকাবাসীর সহায়তায় কাঠের সেতু নির্মাণকাজে আমরা বন্ধুসভার বন্ধুরাও শরিক হলাম।’ স্থানীয় ইউপি সদস্য আলমগীর কবির বলেন, ‘এলাকাবাসীর সহায়তায় কাঠের সেতু নির্মাণের কাজ শুরু করা হয়। এ কাজে মাটি ভরাট করতে যোগ দিয়েছেন সরিষাবাড়ী বন্ধুসভার বন্ধুরা। আমরা তাঁদের কাছে কৃতজ্ঞতা জানাই।’ সেতুটির দৈর্ঘ্য ৩১৭ ফুট ও প্রস্থ ৬ ফুট। কাঠের সেতুটি নির্মাণ করতে ব্যয় হবে প্রায় আট লাখ টাকা। ৩০ এপ্রিলের মধ্যে সেতুর কাজ করার কথা থাকলেও অর্থসংকটে তা আগামী ১০ মের মধ্যে নির্মাণকাজ শেষ করা হবে বলে জানা যায়।