'যদ্যপি আমার গুরু'

গোপালগঞ্জ বন্ধুসভার পাঠচক্র
গোপালগঞ্জ বন্ধুসভার পাঠচক্র


২৯ এপ্রিল বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাড মাঠে গোপালগঞ্জ বন্ধুসভার পাঠচক্র অনুষ্ঠিত হয়। পাঠচক্রে আহমদ ছফা রচিত যদ্যপি আমার গুরু বইটি নিয়ে আলোচনা করা হয়। আলোচনা করেন মারিয়া, আরমান, আশিকুল, সাইফুল ও ইনজারুল হক। পাঠচক্রটি পরিচালনা করেন পাঠচক্রবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম।

গোপালগঞ্জ বন্ধুসভার পাঠচক্র
গোপালগঞ্জ বন্ধুসভার পাঠচক্র


প্রথম রমজানে পরবর্তী পাঠচক্রের আয়োজন করা হবে। পাঠচক্রটি হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত কবি বইটি নিয়ে। পাঠচক্রে সবাই আমন্ত্রিত। পাঠচক্রে উপস্থিত ছিলেন সভাপতি ইনজারুল হক, সাধারণ সম্পাদক আশিকুর রহমান, সহসভাপতি আরবী, পাঠাগারবিষয়ক সম্পাদক সিদ্দিকুর, পাঠচক্রবিষয়ক সম্পাদক সাইফুল, যুগ্ম সাধারণ সম্পাদক অনন্যা, যুগ্ম সাধারণ সম্পাদক মারিয়া, ক্রীড়া সম্পাদক রিদম, প্রচার সম্পাদক মফিজুর, দপ্তর সম্পাদক মিজান, সমাজকল্যাণ সম্পাদক মুহিদ, তথ্য ও যোগাযোগ সম্পাদক মমিন, অনুষ্ঠান সম্পাদক মাসুম, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক প্রিন্স, পরিবেশ সম্পাদক শাওন, সাহিত্য সম্পাদক ফাহিম, কানন, তুলি, আশিকুল, আরমান, নিবিড়, তাইম, মাহাতাব, রেজাউল, অন্তরা ও তারেক।

সাহিত্য সম্পাদক প্রথম আলো বন্ধুসভা, গোপালগঞ্জ।