বই দেখাবে পথ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সভার বন্ধুরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সভার বন্ধুরা।


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে ‘বই বই এবং বই-ই দেখাবে পথ’ স্লোগান ধারণ করে বঙ্গবন্ধু চেয়ার (বঙ্গবন্ধু গবেষণাকেন্দ্র), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ, চট্টগ্রামের যৌথ উদ্যোগে আয়োজিত চবি শহীদ বুদ্ধিজীবী চত্বরে ৫ দিনব্যাপী ‘বঙ্গবন্ধু বইমেলা ২০১৯’ অনুষ্ঠিত হয়। বইমেলার চবি বন্ধুসভা পরিবার ৪ নম্বর স্টলে বইপ্রেমীদের জন্য তাঁদের পছন্দের বই নিয়ে উপস্থিত ছিল। বইপ্রেমী এত মানুষ! এত তরুণ! এঁদের কেউ বইয়ের খোঁজ নিতে এসেছেন, কেউ এসেছেন বই কিনতে। কেউবা নিতান্তই আড্ডা দিতে—বইয়ের আড্ডা, সাহিত্যের আড্ডা। চারপাশ থেকেই পাঠকেরা বই দেখা ও কেনার সুযোগ পেয়েছেন। বন্ধুসভার স্টলে প্রতিবারের মতো এবারও উপন্যাস ও বড় গল্পের বই-ই বেশি চলেছে। এ ছাড়া বন্ধুসভা স্টলে চমক হিসেবে ছিল দর্শনার্থীদের জন্য চবি বন্ধুসভা পরিবারের পক্ষ থেকে পছন্দের আলপনা আঁকার ব্যবস্থা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা