সাতক্ষীরাসভার উদ্যোগ

সাতক্ষীরাসভার উদ্যোগ।
সাতক্ষীরাসভার উদ্যোগ।


ফণী মোকাবিলায় বন্ধুরা আশপাশের সবাইকে সচেতন করে ও নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন। শিশু ও প্রবীণদের আশ্রয়কেন্দ্রে নিয়ে যেতে সাহায্য করেন।

সাতক্ষীরাসভার উদ্যোগl
সাতক্ষীরাসভার উদ্যোগl


মিটিং চলাকালে বন্ধুসভার বন্ধুরা জানতে পারেন, সাতক্ষীরা সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের আবদুল্লাহ নামের এক কৃষকের জমির ফসল ঘরে তুলতে পারছেন না শ্রমিকেরা সবাই আশ্রয়কেন্দ্রে যাওয়ার কারণে।

সাতক্ষীরাসভার উদ্যোগ।
সাতক্ষীরাসভার উদ্যোগ।


সাতক্ষীরা বন্ধুসভার একদল উদ্যমী বন্ধু দেড় বিঘা জমির ফসল মাঠ থেকে বাড়িতে তুলে দেন।

সাতক্ষীরাসভার উদ্যোগ।
সাতক্ষীরাসভার উদ্যোগ।


১৬ জন বন্ধু ও কৃষক পরিবার একত্রে মিলে কাজটি সম্পন্ন করতে করতে রাত প্রায় ৯টা বেজে যায়। বৃষ্টিতে কাকভেজা হয়ে কাজ করায় গ্রামের অনেকেই দেখতে আসেন সাতক্ষীরা বন্ধুসভার এই কার্যক্রম।