ড্যাফোডিল বন্ধুসভার প্রযুক্তির হাতেখড়ি

ড্যাফোডিল বন্ধুসভার প্রযুক্তির হাতেখড়ি।
ড্যাফোডিল বন্ধুসভার প্রযুক্তির হাতেখড়ি।


প্রযুক্তির অগ্রযাত্রার এই যুগেও আমাদের দেশের অনেক শিক্ষার্থী এখনো প্রযুক্তির ছোঁয়া থেকে বঞ্চিত। বিশেষ করে মফস্বল ও গ্রামের শিক্ষার্থীরা বর্তমান তথ্যপ্রযুক্তি থেকে অনেক দূরে অবস্থান করছে। সেই দূরত্ব দূর করার প্রয়াসে ড্যাফোডিল স্থায়ী ক্যাম্পাস বন্ধুসভা ২ মে গিয়েছিল গফরগাঁও উপজেলার ছিপান উচ্চবিদ্যালয়ে। সেখানে তারা আয়োজন করে ‘প্রযুক্তির হাতেখড়ি’ নামের কর্মশালার।

ড্যাফোডিল বন্ধুসভার প্রযুক্তির হাতেখড়ি।
ড্যাফোডিল বন্ধুসভার প্রযুক্তির হাতেখড়ি।


তথ্যপ্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও কম্পিউটার চালনার অতি প্রয়োজনীয় বিভিন্ন জিনিস হাতে–কলমে শেখানো হয় এই কর্মশালায়। কর্মশালা আয়োজনে সার্বিক সহযোগিতা করেন ছিপান উচ্চবিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক সৈয়দ আমিনুল হক ও সাবেক শিক্ষক নজরুল ইসলাম।

ড্যাফোডিল বন্ধুসভার প্রযুক্তির হাতেখড়ি।
ড্যাফোডিল বন্ধুসভার প্রযুক্তির হাতেখড়ি।


কর্মশালায় অংশ নেয় ছিপান উচ্চবিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১০০ জনের বেশি শিক্ষার্থী। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ড্যাফোডিল স্থায়ী ক্যাম্পাস বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক ও বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক জেরিন আফরিন নিশাত।

ড্যাফোডিল বন্ধুসভার প্রযুক্তির হাতেখড়ি।
ড্যাফোডিল বন্ধুসভার প্রযুক্তির হাতেখড়ি।


দুই ঘণ্টাব্যাপী চলা এই কর্মশালায় প্রথমে তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার ও তথ্যপ্রযুক্তি আইন নিয়ে কথা বলেন ড্যাফোডিল স্থায়ী ক্যাম্পাস বন্ধুসভার সভাপতি মারুফ ইসলাম।

ড্যাফোডিল বন্ধুসভার প্রযুক্তির হাতেখড়ি।
ড্যাফোডিল বন্ধুসভার প্রযুক্তির হাতেখড়ি।


 এরপর কোষাধ্যক্ষ মো. আল-আমিন জি–মেইল খোলা থেকে শুরু করে এর বিভিন্ন ব্যবহার ও এডভান্স গুগল সার্চ কীভাবে করতে হয়, সেটা শেখান। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টের কাজ হাতে–কলমে শেখান বন্ধুসভার সহসভাপতি মো. সৌরভ আহমেদ।

ড্যাফোডিল বন্ধুসভার প্রযুক্তির হাতেখড়ি।
ড্যাফোডিল বন্ধুসভার প্রযুক্তির হাতেখড়ি।


কর্মশালার শেষ অংশে তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইসমাইল হাসান সরকার কম্পিউটারের হার্ডওয়্যারের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন ও কোন অংশের কী কাজ, তা দেখান।

ড্যাফোডিল বন্ধুসভার প্রযুক্তির হাতেখড়ি।
ড্যাফোডিল বন্ধুসভার প্রযুক্তির হাতেখড়ি।


 সম্পূর্ণ অনুষ্ঠান ক্যামেরাবন্দী করেন ইমদাদুল হক। সহায়তায় ছিলেন সজীব ও অর্পণ।

ড্যাফোডিল বন্ধুসভার প্রযুক্তির হাতেখড়ি।
ড্যাফোডিল বন্ধুসভার প্রযুক্তির হাতেখড়ি।


অনুষ্ঠান শেষে ছিপান উচ্চবিদ্যালয়ের আইসিটিবিষয়ক শিক্ষক মো. লাভলুস মিয়া শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন।