হাসি ফুটুক সবার মুখে

হাসি ফুটুক সবার মুখে ।
হাসি ফুটুক সবার মুখে ।


‘হাসি ফুটুক সবার মুখে’—এ উদ্দেশ্য সামনে রেখে প্রতিবছরের মতো এবারও ‘একটি করে রঙিন জামা’–এর মাধ্যমে ঈদ–পূর্ববর্তী সময়ে সুবিধাবঞ্চিত অসহায় ও দুস্থ শিশুদের মধ্যে রঙিন জামা তুলে দেয় মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভা।

হাসি ফুটুক সবার মুখে ।
হাসি ফুটুক সবার মুখে ।


নগরীর বন্দর বাজার ও চৌহাট্টা পয়েন্টসংলগ্ন এলাকায় শিশুদের মধ্যে এসব জামা বিতরণ করা হয়। পরবর্তী সময়ে সিলেট রেলস্টেশন এলাকায় অবশিষ্ট রঙিন জামা বিতরণ সমাপ্ত করা হয়। উল্লেখ্য, জামার সংখ্যা ছিল ১০০টি।

হাসি ফুটুক সবার মুখে ।
হাসি ফুটুক সবার মুখে ।


এ সময় মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভার সাবেক সদস্য রুমেন চৌধুরী, বঙ্কিম পাল ধ্রুবসহ বর্তমান কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

 সভাপতি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভা