এম সি কলেজ বন্ধুসভার একটি করে নতুন জামা

এম সি কলেজ বন্ধুসভার একটি করে নতুন জামা
এম সি কলেজ বন্ধুসভার একটি করে নতুন জামা


সিলেট এম সি কলেজ বন্ধুসভা গত বছর ১৩ জুলাই শুরু করে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘খাদ্যের বিনিময়ে শিক্ষা’ কার্যক্রম। বন্ধুসভার বন্ধুরা সাপ্তাহে এক দিন করে পর্যায়ক্রমে বিভিন্ন বিষয়ে ফ্রি খাবার ও শিক্ষদান করে থাকে। ছবি আঁকা, গান, কবিতা, প্রাথমিক শিক্ষাসহ বিভিন্ন আয়োজন থাকে এই ছোট্ট সোনামণিদের নিয়ে।

এম সি কলেজ বন্ধুসভার একটি করে নতুন জামা
এম সি কলেজ বন্ধুসভার একটি করে নতুন জামা


প্রতিবছরের মতো এ বছরও এম সি কলেজের বন্ধুরা ‘একটি রঙিন জামা’ অনুষ্ঠান আয়োজন করেন। বন্ধুসভার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন তপু বলেন, ‘আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাদের কলেজের সহকারী অধ্যাপক মো. জামাল উদ্দিন স্যারকে। তাঁর বিশেষ সহযোগিতায় বাচ্চাদের পড়াশোনা এবং নতুন জামা বিতরণ আয়োজন করতে পেরেছি। তা ছাড়া বন্ধুসভার বন্ধুরা অনেক কষ্ট করে চলছেন।’

আয়োজনে উপস্থিত ছিলেন বন্ধুসভার সভাপতি ফজল আহমেদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন তপু, সাবেক সভাপতি আমিনুল ইসলাম, রুহুল, আমিন, রিংকু, আজিজ, দ্বীপক, তানিম, শ্রাবণী প্রমুখ।

শিশুরা নতুন জামা পেয়ে আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে। রঙিন হাসিতে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠান।