নতুন জামা বিতরণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা

নতুন জামা বিতরণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা
নতুন জামা বিতরণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা


আমরা ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার জন্য টিকিট কাটছি। মার্কেটগুলোতে ভিড় করছি নতুন জামাকাপড় কিনব। না, এটা পছন্দ হচ্ছে না; না, এটা নেব না— এইভাবে একের পর এক জামা দেখছি।  অনেকগুলো জামা, প্যান্ট, স্যান্ডেল কিনে মহা আনন্দে বাসায় ফিরছি। কিন্তু আমাদের আশপাশে এমন অনেকে আছে যাদের কাছে ঈদ আলাদা কোনো দিন নয়। তাদের জামা কেনার সামর্থ্য নেই।  তাদের খোঁজ আমরা কতজনে রাখি? তাদের খোঁজ রেখেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। বিবেকের তাড়নায় উজ্জীবিত হয়ে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা তাদের মুখে এক চিলতে হাসি দেখার জন্য রঙিন জামা নিয়ে তাদের বাসায় হাজির হয়েছেন।

নতুন জামা বিতরণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা
নতুন জামা বিতরণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা


শুধু রঙিন জামা নয়, পরিবারগুলোর ঈদ আনন্দ আরও বাড়িয়ে তুলতে প্রত্যেক পরিবারকে দিয়েছে ঈদসামগ্রী (সেমাই, চিনি, দুধ)। ফাহিম, তাসলি, শিপন, ঈশিতা, মো. আলী, সজীব, শিপন, স্বাধীন, সবুজ, বাদশাহ, রাকিব, রিয়া, রাব্বি, বাবুল মিয়াসহ মোট ১৫ জনের ঈদ হাসির দায়িত্ব নিয়েছিলাম। ঈদে নতুন জামা পেয়ে তাদের চোখেমুখে যে আনন্দ তা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো না।

নতুন জামা বিতরণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা
নতুন জামা বিতরণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা


বাবুল মিয়া বলছিলেন, ‘মামা, তোমরা আমারে ভারমুক্ত করলা। সব সময় চিন্তায় থাকি কীভাবে ছেলেমেয়েদের ঈদে নতুন জামা কিনে দেব। যা কামাই করি তা আমার ইনহেলার কিনতে খরচ হয়ে যায়। এই জন্য ইনহেলার কম ব্যবহার করি খরচ বাঁচানোর লাইগা। আমার নুন আনতে পান্তা ফুরায়। আর আমাগো মতো গরিবের জন্য ঈদ আছে তা তোমরা সকলে প্রমাণ করে দিলা, তোমরা অনেক বড়।’

সবুজের বয়স মাত্র ২ বছর, কথা তেমন বলতে পারে না, কিন্তু নতুন জামা পাওয়ার পর ওর চোখেমুখে যে হাসি ছিল তা আমাদের বন্ধুসভার বন্ধুদের কাজ করার প্রেরণা জোগায়। বাচ্চাদের মুখে হাসি ফোটানোর  জন্য একটি করে ১০ টাকার চকলেট দেওয়া হয়েছিল।

নতুন জামা বিতরণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা
নতুন জামা বিতরণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা


বন্ধুসভার বন্ধু চিন্ময় দাস বলেন, হোক অল্প, তবুও একজনের মুখে হাসি ফোটানোর তৃপ্তি হয়তো বলে বুঝানো সম্ভব না। আরেকজন বন্ধু নাঈম বললেন সামান্য কটা ঈদসামগ্রী আসলে এসব অসহায় ছেলেমেয়েদের প্রয়োজনের তুলনায় অনেক অল্প। আশা রাখব, সবাই এই একটু অল্প অল্প করে অসহায়-দুস্থ মানুষগুলোর পাশে দাঁড়ালেই একদিন ঠিক একটা সুখী বাংলাদেশ দেখতে পারব। অন্য আরেকজন বন্ধু সাকলাইন মাশরেকী বলেন, তৃপ্ততার স্বাদ ভিন্ন রকম। আজ যেটা অল্প দিয়ে শুরু হয়েছে, আশা রাখি ভবিষ্যতে তা আরও অনেক মানুষের মুখে হাসি ফোটানোর খোরাক হবে। বঙ্গবন্ধু শেখ  মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার প্রায় ১০০ জন বন্ধু উপস্থিত ছিলেন।


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা