চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার পোশাক বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার পোশাক বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার পোশাক বিতরণ


চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন এলাকার ১০০ জন দুস্থ ও গরিব শিশুর মাঝে ঈদ উপলক্ষে সোমবার নতুন পোশাক বিতরণ করেছে প্রথম আলো চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। বন্ধুসভার বন্ধুদের চাঁদার টাকা দিয়ে কেনা এসব পোশাক দেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার পোশাক বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার পোশাক বিতরণ


এ সময় উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা শফিকুল আলম, সভাপতি নাহিদুল হক, সহসভাপতি মারিয়া হাসান, সাবেক সভাপতি আনিফ রুবেদ, আলী উজ্জামান নূর, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদ হাসান, শিরিন জাহান, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শাহনাজ পারভিন, বন্ধু জহিরুল ইসলাম, মোহা. শাহজাহান, রাইসা, ফুজি, তিশা, পিয়া, আরেফিন অপু, প্রগতিশীল নারীদের সংগঠন জাগো নারী বহ্নিশিখার সদস্য সচিব মনোয়ারা খাতুন, চাঁপাইনবাবগঞ্জ প্রথম আলোর নিজস্ব  প্রতিবেদক আনোয়ার হোসেন প্রমুখ।
পোশাক পেয়ে চতুর্থ শ্রেণির ছাত্র প্রতিবন্ধী মুনিমুল ইসলাম বলে, বাবা রিকশা চালিয়ে কোনো রকমে সংসার চালান। ঈদে নতুন পোশাক কিনে দিতে পারবেন না বলে দিয়েছেন। বন্ধুসভার পোশাক পেয়ে খুব আনন্দ লাগছে।

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার পোশাক বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার পোশাক বিতরণ


পোশাক পাওয়া তুহিন আলীর নানি তাজকেরা বেগম বলেন, ‘তুহিনের বাবা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মা কিছুটা মানসিক ভারসাম্যহীন। ওকে দেখার মতো কেউ নেই। হামরাও গরিব মানুষ। গাঁয়ের আর সব শিশু নতুন পোশাক কিন্যা নিয়ে আসছে দেখ্যা ওর মন খারাপ। ওর মুখ দেখ্যা হামারও মন কানছিল। এট্যা শুইন্যা বন্ধুসভার একজন ওকে নতুন শার্ট দিল। শার্ট পাইয়্যা ওর হাসিমুখ দেইখ্যা হামারও খুব ভালো লাগছে।’

অর্থ সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা