জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার রঙিন জামা বিতরণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার রঙিন জামা বিতরণ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার রঙিন জামা বিতরণ


‘একটি করে রঙিন জামা’ কর্মসূচিতে এবার অংশগ্রহণ করল ১২৮টি বন্ধুসভা। তার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরাও অংশ নিয়েছেন রঙিন জামা বিতরণ কর্মসূচিতে। সমাজের অসহায়-সুবিধাবঞ্চিত শিশুদের মুখে ঈদের হাসি ফোটাতে বন্ধুসভার বন্ধুদের অর্থায়নে কর্মসূচিটি পালিত হচ্ছে। শিক্ষার্থীদের হাতে খুব বেশি টাকাপয়সা থাকে না। তবুও তাঁরা নিজেদের টাকায় যতটুকু সম্ভব অসহায় শিশুদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিচ্ছেন। ঈদে এ যেন এক বাড়তি সুখ, বাড়তি তৃপ্তি নিয়ে আসছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার রঙিন জামা বিতরণ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার রঙিন জামা বিতরণ


গত দুই বছর সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে ঈদের হাসি ফোটাতে বন্ধুসভার প্রত্যেক বন্ধু অন্তত একটি করে রঙিন জামা উপহার দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় এবারও তাই হচ্ছে। সপ্তাহখানেক আগে থেকেই সারা দেশে নতুন জামা বিতরণ চলছে। ২৮ মে সকাল ৯টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় এই কর্মসূচি পালন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনু রাহমান, এম এইচ রমজান, মামুন শেখ, সজল কুমার রয়।