বরেন্দ্র বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ
বরেন্দ্র বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ


একটি করে রঙিন জামা স্লোগান সামনে রেখে গতকাল ২৭ মে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কাজলা ভবনে প্রথম আলো বন্ধুসভার বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ঈদবস্ত্র বিতরণ করে। ২০৭ জন সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ
বরেন্দ্র বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ


বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম ওসমান গনি তালুকদারের সভাপতিত্বে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান, রেজিস্ট্রার ড. মো. মহিউদ্দীন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আকরাম হোসেন, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শেখ সেমন্তি, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ফয়সাল ইমরানসহ প্রথম আলো বন্ধুসভা বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সভাপতি জাফির আহমেদ ও সম্পাদক মাহবুব হাসান।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ
বরেন্দ্র বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ


বন্ধুসভা বিশ্বাস করে ঈদের আনন্দ ছড়িয়ে পড়তে হবে সবার মধ্যে। তাই ভবিষ্যতেও প্রথম আলো বন্ধুসভার বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এই কর্মসূচি অব্যাহত রাখবে। উপাচার্য প্রফেসর ড. এম ওসমান গনি তালুকদার, বন্ধুসভার সদস্য রোহান, মেজবাহ, জাকিব, আনাম, নাবিল, মিতু, তনয়া, রিমিন, সাবরিন, মনিষা, হায়দার, মালিহা, হায়দার, হানিফ, শাওন, সংজ্ঞাসহ যাঁরা এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, তাঁদের ধন্যবাদ দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।