নতুন জামার চিন্তা নেই

রায়গঞ্জ বন্ধুসভার একটি করে রঙিন জামা কর্মসূচি
রায়গঞ্জ বন্ধুসভার একটি করে রঙিন জামা কর্মসূচি


প্রথম আলো বন্ধুসভার একটি করে রঙিন জামা কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ৩১ জন শিশুকে ঈদের নতুন জামা দেওয়া। গত মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার ধানগড়া গুচ্ছগ্রামের এসব শিশুর হাতে নতুন জামা তুলে দেওয়া হয়। বিতরণকাজে অংশ নেন উপজেলা সদর বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক সেলিম রেজা খন্দকার, রায়গঞ্জ প্রথম আলো বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক আবু রায়হান, সদস্য ইয়াসিন পলক, রাজু আহমেদ, কলি খাতুন প্রমুখ।

প্রতিবন্ধী খাদিজা খাতুনের মা মেয়েকে নতুন জামা দেওয়ায় খুশি হয়ে বলেন, ঈদের নতুন জামার জন্য অনেক কষ্টে ছিলাম। প্রথম আলো বন্ধুসভার লোকজন বাড়ি এসে খুঁজে খুঁজে জামা দিয়েছে। তিন বছর বয়সী সুখীতনের বাবা শহিদুল ইসলাম মেয়েকে নতুন জামা দেওয়ায় আনন্দ প্রকাশ করেন। বলেন, মেয়ের জামার জন্য আর চিন্তা নেই। একই ধরনের কথা বলেন আরও কয়েকজন।

এ গ্রামের বাসিন্দা আবদুল আলিম বলেন, প্রথম আলো শুধু খবর প্রচার করে না, অসহায় মানুষের পাশে দাঁড়ায়। বন্ধুসভার এমন কাজকে সাধুবাদ জানান তিনি।

রায়গঞ্জ, সিরাজগঞ্জ