সখীপুরে ১২০ শিশু পেল নতুন জামা

সখীপুরে ১২০ শিশু পেল নতুন জামা
সখীপুরে ১২০ শিশু পেল নতুন জামা


টাঙ্গাইলের সখীপুর প্রথম আলো বন্ধুসভা ১২০ জন অসহায় দরিদ্র শিশুর গায়ে নতুন জামা পরিয়ে দিয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় ধানসিঁড়ি হোটেল অ্যান্ড রেস্তোরাঁর তৃতীয় তলায় তাদের এনে জামা পরিয়ে দেওয়া হয়। সারা দেশে বন্ধুসভার সদস্যরা একটি করে রঙিন জামা দিয়ে শিশুদের মুখে হাসি ফোটনোর উদ্যোগ গ্রহণ করেছে। এ কর্মসূচির অংশ হিসেবে সখীপুরসভা অসহায় শিশুদের একটি করে রঙিন জামা উপহার দেয়।

এ সময় সখীপুর সভার উপদেষ্টা প্রথম আলোর সখীপুর প্রতিনিধি ইকবাল গফুর, উপদেষ্টা বাবুল আকতার, বন্ধুসভার সাবেক সভাপতি সোহেল রানা, আলীম মাহমুদ, সখীপুর সভার সভাপতি মোর্শেদ আলম, সাধারণ সম্পাদক মুন্নি আক্তার, সহসভাপতি রুবেল আহমেদ, শায়লা আক্তার, সুলতান মাহমুদসহ বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন।

বন্ধুসভার সাবেক সভাপতি সোহেল রানা বলেন, ‘আমার ঈদের বাজেট কমিয়ে শিশুদের জন্য কয়েকটি জামা কিনেছি।’