লক্ষ্মীপুর বন্ধুসভার রঙিন জামা বিতরণ

lakshmipur pic-9
lakshmipur pic-9


লক্ষ্মীপুর বন্ধুসভা ৭২ জন শিশুকে রঙিন জামা দিয়েছে। প্রথম আলো বন্ধুসভা লক্ষ্মীপুর শাখা। মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে হাজীমারার মেঘনা নদীর পার এলাকার আশ্রয়ণ ও জেলেপল্লির ৭২ জন শিশুর মধ্যে রঙিন জামা বিতরণ করা হয়। উপকূলবর্তী এ এলাকার শিশুরা নতুন জামা পেয়ে যেমন আনন্দিত হয়েছে, তেমনি উচ্ছ্বসিত হয়েছে। কয়েকজন আনন্দের সঙ্গে বলছে, আমাদের এমনভাবে আর কেউ নতুন জামা দেয়নি। নতুন জামা পেয়ে আমরা খুব খুশি।

লক্ষ্মীপুর বন্ধুসভার রঙিন জামা বিতরণ
লক্ষ্মীপুর বন্ধুসভার রঙিন জামা বিতরণ


বন্ধুসভার সদস্যরা বলেন, শহরকেন্দ্রিক অনেকেই ঈদবস্ত্র বিতরণ করে। কিন্তু প্রত্যন্ত অঞ্চলের দিকে কারও নজর পড়ে না। উপকূলের এই শিশুরা সবকিছু থেকেই বঞ্চিত। মেঘনার পারের কয়েকজন শিশুকে নতুন জামা দিতে পেরে আমাদের কাছে খুব ভালো লাগছে। তাদের উচ্ছ্বাস আমাদেরকে প্রেরণা দিচ্ছে।

লক্ষ্মীপুর বন্ধুসভার রঙিন জামা বিতরণ
লক্ষ্মীপুর বন্ধুসভার রঙিন জামা বিতরণ


এ কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রথম আলো রায়পুর লক্ষ্মীপুর প্রতিনিধি এ বি এম রিপন, হাজীমারা সানরাইজ আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মাহমুদ আব্বাস, প্রথম আলো লক্ষ্মীপুর বন্ধুসভা সভাপতি আবদুল বাতেন রাজন মোল্লা, সহসভাপতি সন্তুনু দাস, সাধারণ সম্পাদক শাহাজাহান কামাল রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব হোসেন রাজু, ইসমাইল খান সুজন, উপসাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসেন, অর্থ সম্পাদক আশরাফুল মোবারক, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সায়মা মোহসিনা।

লক্ষ্মীপুর বন্ধুসভার রঙিন জামা বিতরণ
লক্ষ্মীপুর বন্ধুসভার রঙিন জামা বিতরণ



যুগ্ম সাধারণ সম্পাদক, লক্ষ্মীপুর বন্ধুসভা