কেরানীগঞ্জের শিশুরা পেল নতুন জামা

কেরানীগঞ্জের শিশুরা পেল নতুন জামা
কেরানীগঞ্জের শিশুরা পেল নতুন জামা


ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও কেরানীগঞ্জ বন্ধুসভার সহযোগিতায় কেরানীগঞ্জের ১৩৭ জন শিশুকে ঈদের নতুন জামা উপহার দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চবিদ্যালয় মাঠে ওই এলাকার শিশুদের মধ্যে নতুন জামা বিতরণ করা হয়।

ওয়ার্ল্ড ইউনিভার্সিটির আইন বিভাগের চেয়ারম্যান আবদুল জলিল বলেন, ‘সমাজের সুবিধাবঞ্চিত পথশিশুদের জন্য নতুন জামা দিতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করছি।’

কেরানীগঞ্জের শিশুরা পেল নতুন জামা
কেরানীগঞ্জের শিশুরা পেল নতুন জামা


কলতিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ লিয়াকত আলী বলেন, প্রথম আলোর পক্ষ থেকে আজকে যাদের নতুন জামা দেওয়া হয়েছে, তাদের মধ্যে অনেকেরই মা–বাবা নেই। এই কোমলমতি শিশুরা হয়তো আশায় ছিল, তাঁদের মা–বাবা ঈদের নতুন জামা কিনে দেবেন। নতুন জামা পেয়ে সাত বছরের সুবর্ণা বলে, ‘স্যার, আমগো কেউ নতুন জামা দেয় নাই। আপনেগো জামা পইরা আমরা ঈদ করুম।’

কেরানীগঞ্জের শিশুরা পেল নতুন জামা
কেরানীগঞ্জের শিশুরা পেল নতুন জামা


এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি দন্ত্যস রওশন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বন্ধুসভার সভাপতি হাসিব রহমান, ডব্লিউইউবিএসএসের প্রধান সমন্বয়ক মো. আদনান, কেরানীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেদৌরা আলী, নারী মুক্তিযোদ্ধা শরীফুননেছা বেগম, কেরানীগঞ্জ বন্ধুসভার সভাপতি আয়াতউল্লাহ চৌধুরী সায়মন, সাবেক সভাপতি রিয়াজ আহমেদ, সাধারণ সম্পাদক মো. শাওন, সহসভাপতি শহিদুল ইসলাম রাজু, আসমা রিতু, শামসুন্নাহার শিরিন, জাকির হোসেন, শাকির হোসেন প্রমুখ।

কেরানীগঞ্জ, ঢাকা