ময়মনসিংহসভার নজরুল-রবীন্দ্রজয়ন্তী

ময়মনসিংহসভার নজরুল–রবীন্দ্রজয়ন্তী l
ময়মনসিংহসভার নজরুল–রবীন্দ্রজয়ন্তী l


১৯ জুলাই শক্রবার ময়মনসিংহ বন্ধুসভা নজরুল ও রবীন্দ্রজয়ন্তীর আয়োজন করে।
বিকেল চারটায় বন্ধুরা জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদা সনির সঞ্চালনায় শুরুতেই আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা বক্তব্য দেন বন্ধুসভার সভাপতি আবুল বাশার।
বন্ধুদের উদ্দেশে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আলোচনা করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক মামুন রনি।
রবীন্দ্রনাথকে নিয়ে তাঁর আলোচনা শেষে তিনি দুটি রবীন্দ্রসংগীত ও একটি নজরুলসংগীত পরিবেশন করেন।

ময়মনসিংহসভার নজরুল–রবীন্দ্রজয়ন্তী l
ময়মনসিংহসভার নজরুল–রবীন্দ্রজয়ন্তী l


রবীন্দ্রসংগীত শেষে ময়মনসিংহ সংগীত বিদ্যালয়ের পরিচালক ও সংগীত শিক্ষক আমিরুল ইসলাম সাগর জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে আলোচনা করেন এবং দুটি নজরুলসংগীত পরিবেশন করেন।
এ ছাড়া সাহিত্য সম্পাদক সামিনা সুইটি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামে কবিতা আবৃত্তি করেন। বন্ধু রাইসুল রবিন রবীন্দ্রসংগীত পরিবেশন করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলো ময়মনসিংহ প্রতিনিধি কামরান পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম সৌরভ, সাংগঠনিক সম্পাদক দিবা সরকার, অর্থ সম্পাদক সাদমান সাকিব, তথ্যপ্রযুক্তি সম্পাদক তৌকির ইসলাম, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মাহমুদুল তুষার, বন্ধু জিন্নাত ফালগুনি, রবিউল ইসলাম রিমন, খালিদ হাসান সম্রাট, সিমান্ত সরকার, রনিসহ বন্ধুসভার অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক
ময়মনসিংহ বন্ধুসভা