নাটোর বন্ধুসভার ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি

সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন নাটোর বন্ধুসভার বন্ধুরা।
সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন নাটোর বন্ধুসভার বন্ধুরা।


‘আমাদের দায়িত্ববোধ, ডেঙ্গু করি প্রতিরোধ’ স্লোগান সামনে রেখে সারা বাংলাদেশের ১১৭টি বন্ধুসভার মতো নাটোর বন্ধুসভা ২ সেপ্টেম্বর ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে কর্মসূচি পালন করেছে। কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক আলোচনা এবং লিফলেট বিতরণ করেছেন নাটোর বন্ধুসভার বন্ধুরা।

সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন নাটোর বন্ধুসভার বন্ধুরা।
সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন নাটোর বন্ধুসভার বন্ধুরা।


সকাল সাড়ে ৯টার সময় বন্ধুরা নাটোর রেলওয়ে স্টেশনে উপস্থিত হন। আলোচনা শেষে ১০টার সময় নাটোর বন্ধুসভার সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিলয় এবং তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক সুজন কুমার শীলের নেতৃত্বে বন্ধুরা দুটি ভাগে বিভক্ত হয়ে নাটোর রেলওয়ে স্টেশনে উপস্থিত মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।

এ সময় ঢাকাগামী ট্রেন এসে থামলে বন্ধুরা গেটের সামনে অবস্থান নেন এবং ট্রেন সফর শেষে বাসায় ফেরার সময় তাঁদের হাতে ডেঙ্গু প্রতিরোধের লিফলেট বিতরণ করেন নাটোর বন্ধুসভার বন্ধুরা। এরপর সবাই একত্র হয়ে নাটোর রজি মার্কেটে উপস্থিত শতাধিক মানুষের মধ্যে ডেঙ্গু বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন নাটোরসভার বন্ধুরা।

এ সময় উপস্থিত ছিলেন নাটোর বন্ধুসভার সহ-সভাপতি নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিলয়, তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক সুজন কুমার শীল, দপ্তর সম্পাদক শাকিল আহম্মেদ, ক্রীড়াবিষয়ক সম্পাদক হামজা ইয়াতুল কাওসার, মনিকা আক্তার, অচিন্ত্য কুমার, শিউলি আক্তার, রবিউল ইসলামসহ আরও বন্ধুরা।

তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক
০১৭৫১৭৯৬৯৮৮