কাশফুলের ছোঁয়ায়, বন্ধুদের শরৎ দেখা

কাশফুলের ছোঁয়ায়, বন্ধুদের শরৎ দেখা।
কাশফুলের ছোঁয়ায়, বন্ধুদের শরৎ দেখা।

দিনটি ছিল শুক্রবার, ছুটির দিন। আগেই নির্ধারণ করা হয় বন্ধুরা মিলে শরৎ উদ্‌যাপন করব। শরতের আমেজের স্বাদ গ্রহণ করব। তাই তো ছুটে যাওয়া কাশফুলের বাগানে। বিকেল চারটার সময় সবাই ঝালকাঠির বিসিক শিল্পনগরীতে ছুটে যাই।
কাশফুলের ছোঁয়ায়, বন্ধুদের শরৎ দেখা।
কাশফুলের ছোঁয়ায়, বন্ধুদের শরৎ দেখা।

ঝালকাঠির এ স্থানটিতেই সবচেয়ে বেশি কাশফুল ফুটেছে। অপরূপভাবে ফুটে আছে আমাদের আমন্ত্রণ জানাতে। এ জন্য আয়োজনের নাম হয় ‘কাশফুলের ছোঁয়ায়, বন্ধুদের শরৎ দেখা’।
কাশফুলের ছোঁয়ায়, বন্ধুদের শরৎ দেখা।
কাশফুলের ছোঁয়ায়, বন্ধুদের শরৎ দেখা।

আয়োজনে উপস্থিত ছিলেন ঝালকাঠি বন্ধুসভার হেমায়েত উদ্দিন হিমু, সুভাষ বিশ্বাস। এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বন্ধুসভার নতুন বন্ধু ইসরাত সুলতানা নিশি। তিনি আমাদের ঝালকাঠিরই সন্তান।
কাশফুলের ছোঁয়ায়, বন্ধুদের শরৎ দেখা।
কাশফুলের ছোঁয়ায়, বন্ধুদের শরৎ দেখা।
এ ছাড়া উপস্থিত ছিলেন ঝালকাঠির বন্ধুসভার সভাপতি মো. শাকিল হাওলাদার রনি, সহসভাপতি লিজা আক্তার, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক খান জাহান রিমন, উপসাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম হিমেল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাব্বির হোসেন রানা, পাঠচক্র সম্পাদক সাথি আক্তার, সাহিত্য সম্পাদক বিথি শর্মা বণিক, মানববিষয়ক সম্পাদক আজিজুল হক, দপ্তর সম্পাদক মাহিদুল ইসলাম রাব্বি, পাঠাগার সম্পাদক শাকিলা আক্তার, বিজ্ঞানবিষয়ক সম্পাদক রাফিউল অনিক, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক উজ্জ্বল রহমান ছাড়াও বন্ধু শিহাব, প্রিতম, নাজিয়াত মল্লিক, তানভীর ফয়সাল, কানিজ ফাতেমা, শেখ মিলন, শাহিন আলম, আবু বকর, মিলন হোসেন, সেতু, হাসানুর কবির, সারা, প্রিয়াঙ্কাসহ আরও অনেকে।
বন্ধুদের উপস্থিতিতে কাশবনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। আয়োজনে ছিল কবিতা আবৃত্তির আসর, গান ও নৃত্য, যা বন্ধুসভার বন্ধুরাই পরিবেশন করেন।
তথ্য ও প্রযুক্তি সম্পাদক