একুশে ফেব্রুয়ারি পালনে পাবনা টেক্সটাইল বন্ধুসভা

বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বন্ধুরা।
বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বন্ধুরা।


একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধুসভার পক্ষ থেকে দিনের প্রথম প্রহরে ক্যাম্পাসের বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

আবৃত্তি প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা শেষে পুরস্কার দেওয়া হয়।
আবৃত্তি প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা শেষে পুরস্কার দেওয়া হয়।


সেই সঙ্গে সকাল আটটায় বন্ধুসভার উদ্যোগে শহীদ মনসুর আলী উচ্চবিদ্যালয়ে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আবৃত্তি ও উপস্থিত বক্তৃতায় সেরা ৩ জনকে এবং কুইজ প্রতিযোগিতায় ১৫ জনকে পুরস্কার দেওয়া হয়।
পরে বিকেল চারটায় বন্ধুসভার বন্ধুরা একত্র হয়ে আবদুল গাফ্ফার চৌধুরী রচিত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গান পরিবেশন করে।

যোগাযোগবিষয়ক সম্পাদক, পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধুসভা