কী যে উপকার হইল!

প্রকৃত অসহায় মানুষ খুঁজে বের করে নগদ টাকা উপহার দেন সড়িষাবাড়ী বন্ধুসভার বন্ধুরা। ছবি: সংগৃহীত
প্রকৃত অসহায় মানুষ খুঁজে বের করে নগদ টাকা উপহার দেন সড়িষাবাড়ী বন্ধুসভার বন্ধুরা। ছবি: সংগৃহীত

‘মেলা দিন ছেরিডারে দুধ ছাড়া সুজি খিলাইতেছি, মা-বাপ তো থাইক্যাও নাই। ভাবছিলাম ঈদেও ছেরিডার মুখে সেমাই দিবার পামু না। বাইচ্যা থাক তোরা।’ সরিষাবাড়ী বন্ধুসভার পক্ষ থেকে পাঁচ শ টাকা ঈদ উপহার পেয়ে এভাবেই অনুভূতি ব্যক্ত করেন দেড় বছর বয়সী মীমের নানি।’

ঘরে থাকা এই অসহায় মানুষকে সহযোগিতা করার প্রয়াসে বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ সহমর্মিতার ঈদ শিরোনামে কর্মসূচি গ্রহণ করে। গত ২২ মে কর্মসূচির অংশ হিসেবে সরিষাবাড়ী বন্ধুসভার উদ্যোগে ১৭টি পরিবারের মাঝে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঁচ শ টাকা করে ঈদ উপহার পাঠানো হয়।

বন্ধুরা সংগৃহীত অর্থ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অসহায় মানুষের কাছে পৌঁছে দেন। সহযোগিতা পেয়ে সোনাকান্দর গ্রামের সুফিয়া বেগম বলেন, ‘আমি একজন অসহায়, আমার বাড়ি নাই, ঘর নাই। অন্যজনের বাড়িতে থাকি। পাঁচ শ টাকা পেয়ে আমার পাঁচ হাজার টাকার উপকার হইল।’ 

প্রকৃত অসহায় মানুষ খুঁজে বের করে নগদ টাকা উপহার দেন সড়িষাবাড়ী বন্ধুসভার বন্ধুরা। ছবি: সংগৃহীত
প্রকৃত অসহায় মানুষ খুঁজে বের করে নগদ টাকা উপহার দেন সড়িষাবাড়ী বন্ধুসভার বন্ধুরা। ছবি: সংগৃহীত

তাড়িয়াপাড়া গ্রামের ছাবিরন বেগম জানান, ‘আমার তো সারা বছর ওষুদ খাওন লাগে। কইদিন ধরে ওষুদ নাই। কী যে উপকার হইল।’

আলাদিন আল আসাদ: সভাপতি, সরিষাবাড়ী বন্ধুসভা