আমাদের সহমর্মিতার ঈদ

একটি নিম্নমধ্যবিত্ত পরিবারের প্রধান মারা গেছেন কিছুদিন আগে। আয়–রোজগার নেই। জানতে পারলাম তাঁরা খুবই খারাপ অবস্থায় আছেন। সেই মৃত ব্যক্তির স্ত্রীর হাতে চাঁদপুর বন্ধুসভার পক্ষ থেকে সামান্য অর্থসহায়তা তুলে দিলাম। টাকা পেয়ে তাঁর চোখ–মুখ খুশিতে জ্বলজ্বল করে উঠল। শেষে তিনি কেঁদে ফেললেন। পাশেই ছিল তাঁর নাতি-নাতনি আর মেয়ে, তাঁদের খুশি দেখে প্রাণটা ভরে গেল।

একদিকে আমাদের প্রথম আলো বন্ধুসভার পক্ষ থেকে সহমর্মিতার ঈদের আর্থিক সহায়তা অসহায় পরিবারের মধ্যে পৌঁছানো, অন্যদিকে স্বেচ্ছাসেবী হিসেবে জেলা প্রশাসনের সঙ্গে সচেতনতামূলক ক্যাম্পেইনে বন্ধুদের অংশগ্রহণ। সমাজের দুস্থ অসহায়দের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়াই ছিল আমাদের এবারের ঈদ, সহমর্মিতার ঈদ।

বন্ধুদের সঙ্গে ফেসবুক মেসেঞ্জার গ্রুপে আলোচনা করে নিজ নিজ অবস্থান থেকে আমরা ১২১টি পরিবারের পাশে দাঁড়াতে সক্ষম হয়েছি। কাউকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে, আবার কাউকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে হাতে হাতে আমাদের এই সেবা পৌঁছে দিতে সক্ষম হই।

জান্নাতুল ফেরদৌস: সভাপতি, চাঁদপুর বন্ধুসভা