গোপালগঞ্জ বন্ধুসভার ঈদ আনন্দ ভাগাভাগি

ঈদ সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি, শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। প্রতিবছর ঈদ ঘিরে নানা আয়োজন, পরিকল্পনা থাকলেও এবার সব আয়োজন, পরিকল্পনা শেষ করে দিয়েছে করোনাভাইরাস।

গত বছর গোপালগঞ্জ বন্ধুসভা সুবিধাবঞ্চিত শিশুদের রঙিন জামা দিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করেছিল, সেখানে এবারের প্রেক্ষাপট ভিন্ন। বন্ধুসভার বন্ধুদের কল্যাণে গোপালগঞ্জের ১৬টি ছিন্নমূল পরিবারের মধ্যে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৮ হাজার ১০০ টাকা ঈদ উপহার হিসেবে দেওয়া হয়।

যখন সারা দেশ লকডাউনে আটকে আছে, তখন ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য গোপালগঞ্জ বন্ধুসভা প্রতিটি বন্ধুসভার মতো অবলম্বন করে এই ভিন্ন পন্থা। বন্ধুসভার বন্ধুরা নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সহমর্মিতা ভাগাভাগি করেন।

আশিকুর রহমান: সভাপতি, গোপালগঞ্জ বন্ধুসভা