বিআইডব্লিউটিএতে ৮৫ জন নিয়োগ

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ১০ ক্যাটাগরির ৮৫টি শূন্যপদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

পদের নাম: সহকারী পরিচালক/সহকারী সচিব/তৎসম
পদসংখ্যা: ২টি
যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।

বেতনস্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

পদের নাম: সহকারী প্রকৌশলী
পদসংখ্যা: ৩টি
যোগ্যতা: পুরকৌশল অথবা পানিসম্পদে স্নাতক প্রকৌশলী অথবা একই বিষয়ে এএমআইই থেকে সার্টিফিকেটধারী।
বেতনস্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

পদের নাম: ট্রাফিক সুপারভাইজার
পদসংখ্যা: ১৭টি
যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেটসহ টাইপিংয়ে অভিজ্ঞতাসম্পন্ন।
বেতনস্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ৩টি
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ মোটর গাড়ি চালনার লাইসেন্সধারী এবং ৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন।
বেতনস্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

পদের নাম: রেকর্ড কিপার
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: এসএসসি পাস।
বেতনস্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা

পদের নাম: গ্রীজার
পদসংখ্যা: ৫টি
যোগ্যতা: এসএসসি অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতাসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন।
বেতনস্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা

পদের নাম: মার্কম্যান
পদসংখ্যা: ৪৯টি
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
বেতনস্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা

পদের নাম: লস্কর
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: ডিইপিটিসি হতে এক বছর মেয়াদি কোর্স পাস অথবা অষ্টম শ্রেণি পাস।
বেতনস্কেল: ৮,৫০০- ২০,৫৭০ টাকা

পদের নাম: ভান্ডারী
পদসংখ্যা: ২টি
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ খাদ্য পাক করার জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনস্কেল: ৮,৫০০- ২০,৫৭০ টাকা

পদের নাম: তোপাষ
পদসংখ্যা: ২টি
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অভিজ্ঞতাসম্পন্ন।
বেতনস্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা

আবেদনের নিয়ম
অনলাইনে www.jobsbiwta.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ৩১ জুলাই পর্যন্ত।

যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে দ্বিতীয় শ্রেণির বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। ডাটা এন্ট্রি অপারেটিং কাজে অন্যূন ৩ বছরের অভিজ্ঞতাসহ ঘণ্টায় ১০,০০০ কি-ডিপ্রেশন করার কাজে দক্ষতাসম্পন্ন হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা সার্টিফিকেটপ্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। ১ জুলাই ২০১৯ তারিখে বয়স মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর, বাকি সব প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ বছর।