দিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ চিত্র প্রদর্শনী

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা

ভারতের রাজধানী দিল্লিতে হয়ে গেল বাংলাদেশ ও ভারতের ১৬ জন শিল্পীর যৌথ চিত্র প্রদর্শনী। দিল্লির হৌজ খাসে লোকায়ত আর্ট গ্যালারিতে ঢাকার ফোকাস বাংলাদেশ সংগঠনের ব্যানারে রং শিরোনামে বাংলাদেশের পাঁচজন শিল্পীর সঙ্গে ভারতের এগারোজন শিল্পী এতে অংশ নেন। প্রদর্শনী উদ্বোধন করেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। বিশেষ অতিথি ছিলেন আইডব্লিউএসের সহসভাপতি ও ভারতের কান্ট্রি হেড অমিত কাপুর, ভারতে ইতালির ফ্যাব্রিয়ানোর কান্ট্রি ডিরেক্টর রজতশুভ্র বন্দ্যোপাধ্যায় এবং ভারতের বিশিষ্ট নির্মাতা ও শিল্প-সমালোচক কাজী এম রাগিব।

প্রদর্শনী ঘুরে দেখছেন সৈয়দ মোয়াজ্জেম আলী
প্রদর্শনী ঘুরে দেখছেন সৈয়দ মোয়াজ্জেম আলী

প্রদর্শনী চলে ২৫ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত। প্রদর্শনীতে অংশগ্রহণকারী বাংলাদেশের পাঁচ শিল্পী হলেন; কাওসার হোসেন, লায়লা আরজুমান ছোটলি, রেজোয়ান পিলো, গোলাম মোহাম্মদ জোয়ারদার ও সাদ আবদুল্লাহ। তাঁদের সঙ্গে ভারতের শিল্পীরা ছিলেন শেখর মুখার্জি, মেঘা কাপুর, রজতশুভ্র বন্দ্যোপাধ্যায়, তপন প্রামাণিক, সৌম্য দাস মজুমদার, রায়না ভট্টাচার্য, চন্দ্রানী ব্যানার্জি, তনিমা ভট্টাচার্য, প্রবীণ কর্মকার ও পুলক পাল। খবর বিজ্ঞপ্তির।