এই সরকার প্রবাসীবান্ধব: যুক্তরাষ্ট্র আ.লীগ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে হলে প্রবাসীদের অনেক দায়িত্ব আছে। কারণ, তাঁদের বিনিয়োগ এবং রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিকে সচল করে। বিষয়টি বোঝে বলেই আওয়ামী লীগ সরকারকে প্রবাসীবান্ধব হিসেবে জানে সবাই।

স্থানীয় সময় গত মঙ্গলবার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এই সভার আয়োজন করে।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে বর্তমান সরকার চেষ্টা চালাচ্ছে। যে দেশকে একসময় তলাবিহীন ঝুড়ি বলে অনেকেই আখ্যা দিতেন, সেই বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তাঁরা বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো বড় সেতু নির্মাণ করছে বাংলাদেশ। এটা সম্ভব শুধু বঙ্গবন্ধুর উত্তরসূরিদের পক্ষে। বিশেষ করে, শেখ হাসিনা সরকারের পক্ষে।

সংগঠনের সহসভাপতি লুৎফুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সভাপতি সিদ্দিকুর রহমান। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ আলোচনা সভা সঞ্চালনা করেন। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেম, সহসভাপতি সৈয়দ বশারত আলী, উপদেষ্টা প্রদীপ রঞ্জন কর, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।